বাগাতিপাড়ায় সেরা শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত
Published : Wednesday, 18 September, 2024 at 4:44 PM Count : 94
নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শিক্ষা পদক-২০২৪ উপলক্ষে প্রাথমিক বিদ্যালযের শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। এ সংক্রান্ত উপজেলা বাছাই কমিটি এসব সেরা শিক্ষক-শিক্ষিকা নির্বাচন করেছে।
বুধবার উপজেলা শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচিত সেরা শিক্ষকরা হলেন, তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নীলিমা রানী সূত্রধর, চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বজলারুজ্জামান, পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঈশিতা রায়।
এছাড়াও সেরা কাব শিক্ষক হিসেবে কালিকাপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ূন কবির, উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। উপজেলা পর্যায়ে সেরা নির্বাচিত শিক্ষকরা বৃহস্পতিবার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম বলেন, প্রতিবছরের মতো এবারেও বাছাই কমিটি সেরাদের নির্বাচিত করেছে। তিনি শ্রেষ্ঠ শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।
এমএএম/এসআর