For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

জয়পুরহাট থানার লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

Published : Wednesday, 18 September, 2024 at 12:26 PM Count : 125

জয়পুরহাট থানার লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের পৌরসভাধীন সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্ব দিকে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোঁপঝাঁড় থেকে পরিত্যাক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে একটি ৭ দশমিক ৬২ এমএম চায়না পিস্তল, একটি ম্যাগজিন, গুলি ৮ রাউন্ড, ৭ দশমিক ৬২ এমএম চায়না পিস্তলের ৫৪ রাউন্ড গুলি এবং ৯ এমএম পিস্তলের ২৯ রাউন্ড গুলি। এছাড়াও ১টি অস্ত্রের কভার৷

তিনি জানান, গত ০৫ আগস্ট জয়পুরহাট সদর থানায় দুস্কৃতিকারীরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং থানায় রক্ষিত অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। সরকারি ও পাবলিক অস্ত্র-গুলি উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে পুলিশ। লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ জেলার সকল থানা এলাকায় জনগণকে উদ্বুদ্ধকরণ সভা সমাবেশও করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে।
এ অবস্থায় মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জয়পুরহাট পৌরসভাধীন সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্ব দিকে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোঁপঝাঁড় থেকে পরিত্যাক্ত অবস্থায় ওই অস্ত্র-গুলি উদ্ধার করা হয় বলে জানান জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির।

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,