For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ঠিকাদার আত্মগোপনে, ভোগান্তিতে ৫০ গ্রামের মানুষ

Published : Tuesday, 17 September, 2024 at 3:48 PM Count : 200

নওগাঁআত্রাই উপজেলার সাহাগোলা-ভবানীপুর রাস্তার তারাটিয়া গ্রামে ব্রিজ নির্মাণ কাজ ফেলে রেখে ঠিকাদার চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ৫০ গ্রামের মানুষ। সেই সাথে চলাচলের জন্য পাশে তৈরি কাঁঠের নিচু সেতু পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের ব্যবসায়ী, কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষ। বর্তমানে খালটি পারাপারে নৌকাই একমাত্র ভরসা।

নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ প্রকল্পের আওতায় সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর-সাহাগোলা রাস্তায় ২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে নওগাঁ এলজিইডি বিভাগ। গত বছরের ০৯ নভেম্বর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। আর দরপত্রের মাধ্যমে জুয়েল ইলেকট্রনিক্স ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণ কাজ শুরু করেন চলতি বছরের মে মাসে।

এরপর থেকে নির্মাণ কাজের কোনো অগ্রগতি না থাকায় বর্ষা মৌসুমে খালে পানি জমে যাওয়ার অজুহাতে নির্মাণ কাজ ফেলে রেখে চলে যান ঠিকাদার। ঠিকাদার সেতুর পাশ দিয়ে কাজের শুরুতে মানুষের চলাচলের জন্য একটি নিচু কাঠের সেতু নির্মাণ করেন। খালে অল্প পানি বৃদ্ধি পেতেই সেতুটি তলিয়ে যাওয়ায় পথচারীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

তারাটিয়া গ্রামের খালিদ হোসেন বলেন, সাহাগোলা, ভবানীপুর, তারাটিয়া, শ্রীরামপুরসহ প্রায় ৫০টি গ্রামের মানুষ চলাচল করে থাকেন এ রাস্তা দিয়ে। এই রাস্তার তারাটিয়া ব্রিজ ভেঙ্গে ফেলায় দুর্বিসহ হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা।
সাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এস এম মামুনুর রশিদ বলেন, ব্রিজ নির্মাণ কাজে ঠিকাদারের অবহেলায় পথচারীদের পাশাপাশি জরুরী পণ্য পরিবহনে ব্যবসায়ী, কৃষক ও প্রত্যন্ত এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। যদি কাঠের তৈরি সেতুটি একটু উঁচু করে দিতো তাহলে ছোট ছোট যানবাহন ও মানুষ সহজেই চলাচল করতে পারতো। আমি চাই ঠিকাদার দ্রুত জনগুরুত্বপূর্ণ গ্রামীণ ব্রিজটি নির্মাণ কাজ শেষ করুক।

ব্রিজের ঠিকাদার দিদারুল ইসলাম জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত কাজের সময়সীমা আছে। অল্প সময়ের মধ্যে পানি শুকিয়ে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে।

নওগাঁ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, বর্ষা মৌসুমে ওই খালে পানি জমে থাকার কারণে ব্রিজটির নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা ব্রিজের নির্মাণ কাজ শেষ করতে পারবো। আর পাশে সংযোগকারী কাঠের সেতুটি বেশি উচু করলে খরচ বেশি হবে তাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে।

-টিকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,