মেহেরপুর-চুয়াডাঙ্গা রুটে বাস চলাচল বন্ধ
Published : Saturday, 7 September, 2024 at 9:01 PM Count : 94
মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দূরপাল্লার বাস চলাচল করছে। শনিবার সকাল থেকেই আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজিবাইক চালকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুর ও চুয়াডাঙ্গা রুটে লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন।
সকালে গন্তব্যে যাওয়ার জন্য অনেক যাত্রী মেহেরপুর শহরে গিয়ে বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলায় যেতে তারা অন্য যানবাহনে চড়েন। এতে ভোগান্তির পাশাপাশি খরচ বেড়েছে বলে জানান কয়েকজন যাত্রী।
জেলা প্রশাসক শামীম হাসান বলেন, বিষয়টি চুয়াডাঙ্গা প্রশাসনের ব্যাপার। তারা কি করছে আমাদের জানা নেই। তবে চুয়াডাঙ্গা প্রশাসন ও বাস মালিকরা বসে বিষয়টি সমাধান করতে পারেন।
-এমএ