For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

১৪ মাস ধরে হাওর ভাতা পাচ্ছেন না ৯০ জন সহকারী শিক্ষক

Published : Friday, 6 September, 2024 at 9:02 PM Count : 606



সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের সৃষ্ট পদে নিয়োগ পাওয়া ৯০জন সহকারী শিক্ষক হাওর ভাতা পাচ্ছেন না। হাওর ভাতা বন্ধ থাকায় এসব শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
             
ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১০টি ইউনিয়নে ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ২০২৩ সালে ২২ জানুয়ারি এই দুটি উপজেলায় ১৫৪ জন সহকারী শিক্ষক নিয়োগ পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগদান করেন। ওই কার্যালয় থেকে ওই বছরের ২৩জানুয়ারি ১৫৪জন সহকারী শিক্ষকের মধ্যে ৬৪জন সহকারী শিক্ষককে রাজস্ব খাতে ও ৯০জন সহকারী শিক্ষক কে প্রাক প্রাথমিকের সৃষ্ট পদে পিইডিপি ৪ এর আওতায় পদায়ন করা হয়। রাজস্ব খাতে থাকা সহকারী শিক্ষকেরা নিয়োগের পর থেকেই হাওর ভাতা বাবদ প্রতিমাসে দুই হাজার ২০০টাকা করে পেয়ে আসছেন। কিন্তু এই দুটি উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের সৃষ্ট পদের ৯০জন সহকারি শিক্ষক ২০২৩ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দুই হাজার ২০০টাকা হাওর ভাতা পেয়ে আসছিলেন। টানা এক বছর হাওর ভাতা বন্ধ থাকার পর চলতি বছরের শুধু জুন মাসে বেতনের সঙ্গে এসব শিক্ষকেরা এক মাসের হাওর ভাতা পেয়েছেন। ১৪মাস ধরে তাঁরা হাওর ভাতা পাচ্ছেন না।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সহকারী শিক্ষক বলেন, আমরা বৈষম্যের শিকার হচ্ছি। একই সঙ্গে নিয়োগ পাওয়া ১৫৪জনের মধ্যে ৬৪জন হাওর ভাতা পেয়ে আসলেও আমরা ৯০জন শিক্ষক ১৪মাস ধরে হাওর ভাতা পাচ্ছি না। বিষয়টি অত্যন্ত দুঃখ ও হতাশাজনক। দ্রুত এ সমস্যা সমাধানের জোর দাবি জানাচ্ছি।
ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস জানান, এই দুটি উপজেলায় প্রাক প্রাথমিকের সৃষ্ট পদের ৯০জন সহকারী শিক্ষক পিইডিপি-৪ প্রকল্পের  আওতায় রয়েছেন। এসব শিক্ষকদের হাওরভাতা বন্ধ থাকায় তাঁরা খুবই সমস্যার মধ্যে রয়েছেন। বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট প্রকল্পের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছি। কিন্তু এখনো হাওরভাতা বাবদ অর্থ বরাদ্দ না  আসায় এসব শিক্ষকদেরকে হাওর ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন।

পিইডিপি-৪প্রকল্পের উপ-পরিচালক আবুল বাশার বলেন, হাওর ভাতার অর্থ বরাদ্দের জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ বাবদ অর্থ বরাদ্দ পাওয়া গেলে বকেয়াসহ এই দুটি উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের ৯০জন সহকারী শিক্ষককে হাওর ভাতা প্রদান করা হবে।

একে/ এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,