For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

রোববার থেকে শুরু হচ্ছে রাবির ক্লাস-পরীক্ষা

Published : Wednesday, 4 September, 2024 at 9:06 PM Count : 61

আগামী রোববার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিকের আহ্বানে ডিনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

কোষাধ্যক্ষ জানান, আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-কার্যক্রম চালু হবে। বিভাগগুলো চাইলে ক্লাস-পরীক্ষা শুরু করতে পারবে।

এর আগে গত ২৮ জুন ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় চালু হয়। তবে পেনশন নীতিমালা বাতিলের দাবিতে ১ জুলাই থেকে কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর মধ্যেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। ক্যাম্পাস খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। উদ্ভূত পরিস্থিতিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়।

গত ৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৯০ জন কর্মকর্তা পদত্যাগ করলে অচলাবস্থার সৃষ্টি হয়। 
স্নাতক প্রথমবর্ষে ক্লাস শুরুর বিষয়ে ব্যবসা অনুষদের অধিকর্তা অধ্যাপক আ স ম কামরুজ্জামান বলেন, আগামী রোববার থেকে স্নাতক প্রথমবর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম শুরু হবে। কয়েকদিনের মধ্যে এ কার্যক্রম শেষ করেই নবীনদের ক্লাস শুরু করা হবে। আশা করি, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এটা সম্ভব হবে। 

সভায় বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

এফএ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,