For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ছড়িয়ে পড়ছে বিষাক্ত পার্থেনিয়াম আগাছা

Published : Tuesday, 3 September, 2024 at 1:49 PM Count : 157

সীমান্ত ঘেষাঁ দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশন। আর সেই স্টেশনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম আগাছা। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়াও অন্য ফসলের ফলন কমিয়ে দেয় ব্যাপক হারে বিষাক্ত পার্থেনিয়াম আগাছা। আর এসব বিষাক্ত আগাছা সম্পর্কে অজানা স্থানীয়দের। 

তবে কৃষি বিভাগ বলছে, উঠান বৈঠকসহ এসব আগাছা পুড়িয়ে দেওয়া হবে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সীমান্তবর্তী দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনের আনাচে কানাচে অবিকল ধনিয়া গাছের মতো দাঁড়িয়ে আছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। যা সম্পর্কে অজানা স্থানীয়দের। ফলে এসব বিষাক্ত আগাছার সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে চলছে দৈনন্দিন কাজকর্ম। এছাড়াও তাতে গবাদিপশুর বিচরণ লক্ষ্যণীয়। আর এসব বিষাক্ত আগাছার কারণে মারাত্মক হুমকির মুখে পরিবেশ। যার ফলে মানবদেহের নানা রোগব্যাধীর পাশাপাশি গবাদিপশুও পড়তে পারে মৃত্যুর মুখে। এতো কিছুর পরও এসব আগাছা দমন না করায় আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।

পার্থেনিয়াম উপমহাদেশের উদ্ভিদ নয়। মেক্সিকো থেকে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। বাংলাদেশেও ব্যাপক হারে জন্মাছে পার্থেনিয়াম। হিলির রেল স্টেশনের ফাঁকা জায়গাগুলোতে বা রাস্তার ধারে বাড়ির আঙ্গিনায়। আয়ু তিন থেকে চার মাস। নিরবে ক্ষতি করলেও তা জানেন না বেশির ভাগ মানুষই।
হাকিমপুর দক্ষিণ বাসুদেব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল টুকু বলেন, বিষাক্ত আগাছা পার্থেনিয়াম গাছটি রেলওয়ে স্টেশনসহ আমাদের বাড়ি ও খামার থেকে দ্রুত নিধনের দাবি জানাই। উপজেলা কৃষি বিভাগ কৃষকসহ সকল মানুষদের নিয়ে উঠান বৈঠকসহ পরামর্শ দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।  

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম বলেন, পার্থেনিয়াম আগাছা ভয়ঙ্কর। এর সংস্পর্শে মানবদেহে তীব্র জ্বর, বদহজম, ক্যান্সারসহ দেখা দিতে পারে নানা ব্যাধী। মানুষ ও গবাদিপশুরও ঘটতেও পারে মৃত্যু। এসব বিষাক্ত আগাছা পুড়িয়ে ফেলাসহ স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে উঠান বৈঠক করা হবে। 

-এমআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,