For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সাভারে ১১ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ৩৫ কারখানা ছুটি ঘোষণা

Published : Monday, 2 September, 2024 at 10:27 PM Count : 105

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান, শ্রমিক নিয়োগে নারী পুরুষের সমানুপাতিক হারে নিয়োগ, আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়াসহ ১১ দফা দাবিতে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। 

সোমবার সকাল ৮টা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ বিক্ষোভ কর্মসূচী পালন করেছে তারা। সকাল ৯টার দিকে পলাশবাড়ী এলাকার গিল্ডান বাংলাদেশ নামক তৈরী পোশাক কারখানা, বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর, জামগড়া এলাকার বিভিন্ন কারখানার সামনে জড়ো হওয়া চাকরি প্রার্থীরা বিক্ষোভ করেছে। নিরাপত্তার স্বার্থে শিল্প এলাকার অন্তত ৩৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, সকালে বেশ কিছু লোক লাঠিসোঁটা নিয়ে জামগড়া এলাকার 'দি রোজ" কারখানায় ইটপাটকেল ছুড়তে থাকে। পরে তারা আইডিএস কারখানায় ইটপাটকেল ছুড়ে চলে যায়। আসলে তারা শ্রমিক কি না তা বোঝা যায়নি, তবে তারা চাকরি প্রার্থী হতে পারেন। কারখানায় ইটপাটকেল ছুড়লে সড়কের দুই পাশের অন্তত ৩৫ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আন্দোলনকারী শ্রমিক আব্দুর রহমান জানায়, চার মাস ধরে বেকার আছি। কাজের সন্ধানে এলেও কারখানার সামনে ঢুকতে দিচ্ছেন না নিরাপত্তাকর্মীরা। সেই সুযোগে স্বজনপ্রীতি ও টাকার বিনিময়ে চাকরি পাচ্ছেন অযোগ্যরা। অপর শ্রমিক খাজিদা আক্তার বলেন, চাকরি না পেয়ে কষ্টে আছি। কাজ জেনেও আজ আমি বেকার। ঘর ভাড়া, দোকান বাকি, সংসারের খরচ শুধুই বাড়ছে। যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে ততদিন এ আন্দোলন চলবে।
সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায়, গিল্ডান বাংলাদেশ কারখানার সামনের ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, ‘সাম্প্রতিক অনাকাঙ্খিত অপ্রত্যাশিত ঘটনার কারণে বাংলাদেশে আমাদের (গিল্ডান বাংলাদেশ) সকল কারখানা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক গিল্ডান বাংলাদেশের একজন শ্রমিক বলেন, তাঁরা ১১ দফা দাবি জানিয়েছেন। এসব দাবির মধ্যে রয়েছে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের যেন চাকুরিচ্যুত করা না হয়, যাঁরা চাকরি করছেন, তাঁদের অন্তত ১০ বছরের চাকরির নিশ্চয়তা, হাজিরা বোনাস ৩০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা করতে হবে, প্রমোশনের ক্ষেত্রে চাকরির বয়স কমপক্ষে ৩ বছর ও যোগ্যতা অনুসারে হতে হবে।

শিল্প পুলিশ জানায়, আন্দোলনরত শ্রমিকরা নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড তৈরি করে অবরোধ করে বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে করে শিল্পাঞ্চলে উত্তেজনা শুরু হলে পরিস্থিতি সামাল দিতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের দুই পাশের অন্তত ৩৫টি কারখানা ছুটি ঘোষণা করে কতৃপক্ষ। এক পর্যায়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়কের ব্যারিকেড তুলে দেয়ায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড সামনের এলাকার চাকরি প্রত্যাশীরা এখনো অবরোধ করে বিক্ষোভ করছেন।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোঃ সারোয়ার আলম বলেন, চাকরির দাবিতে আন্দোলন করছেন বেকাররা। এছাড়াও পোশাক কারখানায় নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগের দাবিসহ আরও কয়েকটি দাবি রয়েছে। সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অবরোধ তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিইপিজেড এলাকার অবরোধ তুলে নিতে আন্দোলনকারীদের বোঝানো হচ্ছে। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।  

ওএফ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,