For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা সেই চার শিক্ষককে ফেরালেন শিক্ষার্থীরা

Published : Friday, 30 August, 2024 at 4:33 PM Count : 172

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের জোর করে পদত্যাগে বাধ্য করা সেই চার শিক্ষককে ফিরিয়ে এনে তাদের চেয়ার বসিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। 

গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। যা রীতিমতো প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও শিক্ষকরা এই কাজের জন্য শিক্ষার্থীদের প্রশংসা ও তাদের জন্য দোয়াও করেছেন। 

জানা যায়, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতিয়ার বানিয়ে তাদের ভুল বুঝিয়ে গত রোববার (২৫শে আগষ্ট) দুপুরে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দীন, সহকারী শিক্ষক মো. ইয়াছিন আলী, মো. নুরে আলম এবং শরণ শিং’কে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের মানুষ। গত মঙ্গলবার সকালে তারা বিদ্যালয় মাঠে সমবেত হয়ে প্রিয় শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরাতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। পরে বুধবার স্থানীয় এলাকাবাসী এবং কমিটির সবাই বসে সিদ্ধান্ত নেন বৃহস্পতিবার তারা সসম্মানে শিক্ষকদের বরণ করে নেবেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল দুপুর থেকে বিকেলে পর্যন্ত প্রাইভেটকারে করে শিক্ষকদের স্কুলে নিয়ে আসা হয়। পরবর্তীতে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের পা ধরে ক্ষমা চায়। এতে কান্নার রোল পড়ে যায় সেই বিদ্যালয় মাঠে। 

শিক্ষার্থীরা জানায়, রাজনৈতিক কিছু নেতা তাদের ভুল বুঝিয়ে এই কাজ করিয়েছে। তবে এটা করা তাদের উচিত হয়নি বলেও ভূল স্বীকার করেন শিক্ষার্থীরা।
 
উল্লেখ্য, গত ২৫ আগস্ট চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সবুজ, চন্ডিপুর যুবদলের নেতা জীবনসহ বিএনপির কিছু নেতা-কর্মী সেই স্কুলে গিয়ে শিক্ষার্থীদের উসকে দেয় এবং পদত্যাগের দাবিতে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। এ সময় শিক্ষকদের দুটি গাড়িতে আগুন জ্বালিয়ে তারা উল্লাস করতে থাকেন। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল এসে শিক্ষকদের উদ্ধার করে নিয়ে যায়। এই সময় শিক্ষকদের পদত্যাগপত্রে জোর করে স্বাক্ষর করিয়ে নেয় একদল শিক্ষার্থী। এ ছাড়া কিছু রাজনৈতিক নেতা শিক্ষকদের হত্যার হুমকিও দেন সেই সময়। এতে শিক্ষকরা দু:খিত ও অপমানিত মনে করে বিদ্যালয় ত্যাগ করেন। 
এর আগে গত রোববার (২৫ আগস্ট) বিএনপি নেতাদের উসকানিতে প্রধান শিক্ষকসহ চারজনকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেয় একদল শিক্ষার্থী।

এএ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,