For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ছুরিকাঘাতে সাবেক শ্রমিক দল নেতা নিহত

Published : Tuesday, 27 August, 2024 at 2:55 PM Count : 252

কক্সবাজারেপেকুয়ায় আধিপত্য নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শ্রমিক দলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু'জন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে স্লুইসগেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওরফে শওকত (৩৮) পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে। সদর ইউনিয়নের পশ্চিম জোন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি। 

আহতরা হলেন- নিহতের ভাই মো. শাকের (২৮) ও চাচাতো ভাই মো. তারেক (২৪)।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শেখ হাসিনার সরকার পতনের পর পেকুয়া সিএনজি অটোরিকশা লাইন নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দেন শহিদুল ইসলাম ওরফে শওকত ও অপর পক্ষের নেতৃত্ব দেন সাবেক সহ-সভাপতি বদিউল আলম ও সাজ্জাদুল ইসলাম। সিএনজি অটোরিকশা লাইন দখলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হতাহতের এ ঘটনাটি ঘটে। তবে লাইন দখলের দুটি গ্রুপই উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ ও সিনিয়র সহ-সভাপতি ওসমান গনির অনুসারী। 
  
শ্রমিক দলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার দিন রাত ৮টার দিকে ভোলাইয়াঘোনা রাস্তার মাথায় সাজ্জাদুল ইসলামের এক চাচাতো ভাইকে মারধর করেন শওকত। এই ঘটনার জের ধরে সাজ্জাদুল ইসলাম ও বদিউল আলমের নেতৃত্বে ১০-১২ জন দলবদ্ধ হয়ে শওকতের ওপর আক্রমণ করেন। সে সময় তাকে উদ্ধার করতে গেলে সাকের ও তারেক গুরুতর আহত হন। 

উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ বলেন, শ্রমিক সংগঠন নিয়ে কোনো ধরনের বিরোধ নেই। সবার সঙ্গে আমার সুসম্পর্ক আছে। ওসমানের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। হামলার কথা শুনে আমি আর ওসমান দু'জনে একসঙ্গে হাসপাতালে গিয়েছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, হামলার কথা শোনার পরই ঘটনাস্থলে পুলিশ গেছে। ঘটনার সাথে কারা জড়িত, কেন খুন হলো সব তথ্যই সংগ্রহ করেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

-এনইউ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,