For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

তেল, চিনি, আলুর দাম কমাতে ৭ দিনের আলটিমেটাম

Published : Thursday, 22 August, 2024 at 8:31 PM Count : 107

আগামী সাত দিনের মধ্যে প্রতি কেজি ভোজ্যতেলের দাম ১২০ টাকা, চিনির দাম ৯০ টাকা ও আলুর দাম ২৫ টাকায় নামিয়ে আনার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার ভোজ্য তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, বাংলাদেশ ব্যাংক, শিল্প, বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারি ও বেসরকারি সব ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আলটিমেটাম দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে বাংলাদেশ চার্টার্ড একাউন্টেন্টস(সিএ) এর শিক্ষার্থী ও বাংলাদেশ সিএ ছাত্র পরিষদের নেতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম গ্রুপ সহ দেশবন্ধু, এডিবল অয়েল, টি কে গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আগামী সাত দিন বা এক সপ্তাহের মধ্যে প্রতি কেজি ভোজ্য তেলের দাম ১২০ টাকা, চিনি ৯০ টাকা, আলুর দাম প্রতি কেজি ২৫ টাকায় নামিয়ে আনতে হবে। সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সরকারি যত প্রতিষ্ঠান আছে তাদেরসহ বেসরকারি যত ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরও এ আলটিমেটাম দিচ্ছি। আপনারা এক সপ্তাহের মধ্যে কীভাবে এই দাম নির্ধারণ করবেন- সেটা আপনাদের দায়িত্ব। ছাত্র ও জনতার পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে এ দামের বাস্তবায়ন দেখতে চাই।’
ব্যবসায়ী বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে ইয়ামিন মোল্লা বলেন, এত দিন বাংলাদেশে যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে বিগত সরকারের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা হয়েছে, মানুষকে শোষণ করা হয়েছে- আমরা সেসব প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাব, আপনারা জনবান্ধব ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গঠন করার যে মূল্যবোধ সেটিকে ধারণ করে ব্যবসা করবেন। অতি মুনাফা পরিহার করবেন। দেশের মানুষ যেন ডাল, ভাত ও ডিম খেতে পারে সে ব্যবস্থা করবেন। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সেক্ষেত্রে আপনারা মানবিক হয়ে ব্যবসা পরিচালনা করবেন বলে আমরা আশা করছি। একই সঙ্গে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআইসহ দেশের সব ব্যবসা প্রতিষ্ঠানের কমিটি ভেঙে দিয়ে বা বিলুপ্ত করে নিয়ম অনুযায়ী প্রশাসক নিয়োগ করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।

বসুন্ধরা গ্রুপের ফুড বিভাগের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মো. রেদোয়ানুর রহমান বলেন, সাপ্লাই চেইন ঠিক করতে হবে। ক্রুড ওয়েল ব্রাজিল থেকে আনতে ৪৫ থেকে ৫৫ দিন লাগে। তেলবীজ এনে সেটা বাজারজাত করতে ৬০ দিনের ওপরে সময় লাগে। এ সময় কমিয়ে আনতে হবে। সরকারের বেঁধে দেওয়া দামে আমরা ডলার কিনতে পারি না। ডলারের দাম বাংলাদেশ ব্যাংকের দাম অনুসারে পাওয়া যায় না। সব ব্যাংকেই ডলারের দাম বেশি রাখে। এই খরচটা গ্যাপ থেকে যায়। এই জায়গা ঠিক করতে হবে।

সভায় উপস্থিত সিএ ছাত্র পরিষদের লাইব্রেরি এবং একাডেমিক ক্যাম্পাস সাব কমিটি কো-চেয়ারম্যান এস. এম শাহরিয়ার লিপু বলেন ভারতে ৭৮ টাকা কেজি চিনি বিক্রি হয় কীভাবে যেখানে আমাদের দেশে ১৩৫-১৪০ টাকায় বিক্রয় হয়? এই প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা বলেন, ভারত চিনির ৫৭ শতাংশ কাঁচামাল আমদানি করে বাকিটা তারা নিজেরা উৎপাদন করে। ওরা প্রতি কেজি চিনিতে সব ধরনের ভ্যাট-ট্যাক্সসহ দেয় ৩ টাকা ৭২ পয়সা। আর আমাদের দিতে হয় ৪০-৪২ টাকা। 
ব্যবসায়ীদের এই যুক্তির বিপক্ষে এস এম শাহরিয়ার লিপু বলেন, " তাহলে আমরা কেনো আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধি করছি না? কেনো আমরা আখ চাষিদের প্রণোদনার ব্যবস্থা করে উৎপাদন মূখী করছি না? তাহলে কি আমরা ধরে নিবো যে ইচ্ছাকৃতভাবে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চিনির বাজার অস্থিতিশীল করছে??  "

সিএ ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বিশ্বে প্রতি ঘণ্টায় ভোজ্য তেলের দাম ওঠানামা করে। কিন্তু বাংলাদেশে তেলসহ সরকারের বেঁধে দেওয়া পণ্যগুলোর দাম নির্ধারণে পদ্ধতি কার্যকর করতে কয়েক মাস সময় লেগে যায়। এ জন্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে ভোজ্য তেলের দাম নির্ধারণে একটি নিরপেক্ষ কমিশন গঠন করার সুপারিশ করছি।

সমাপনী ভাষনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, "আগামী সাত দিনের মধ্যে প্রতি কেজি ভোজ্যতেলের দাম ১২০ টাকা, চিনির দাম ৯০ টাকা ও আলুর দাম ২৫ টাকায় নামিয়ে আনার আলটিমেটাম দিচ্ছি। একই সঙ্গে দুর্নীতি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও স্বৈরাচারী রোধে একটি ট্রুথ কমিশন গঠন এবং ভোজ্য তেলের এর বাজার নিয়ন্ত্রণের জন্য আলাদা কমিশন গঠনের দাবি জানাচ্ছি।"

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,