For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

স্কুলের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

Published : Tuesday, 20 August, 2024 at 12:28 PM Count : 91

নেত্রকোণাপূর্বধলায় জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার বিদ্যালয়ের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওসি বরাবর স্কুলের জায়গা দখলমুক্ত করার জন্য স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

এ সময় দখলদারের ঠিকানা, পূর্বধলা হবে না, স্কুলের জমি দখল কেনো? আমার সোনার বাংলায় ভূমি দস্যুর ঠাঁই নাই, দখলদারির কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাওসহ বিভিন্ন শ্লোগান দেয় শিক্ষার্থীরা। 

জানা যায়, ১৯১৬ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। শতবর্ষী স্কুলটির ৮ শতক জমি ২০১৮ সাল থেকে স্থানীয় প্রভাবশালী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে নিজের প্রভাব বিস্তার করে ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ের জমি দখলে নেয়। স্কুলের বাউন্ডারি করার সময়ও একাধিকবার বাঁধা প্রদান করেন তিনি। 
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের ছেলে রফিকুল ইসলাম খোকন জানান, আমাদের বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। ইতিপূর্বে জেলা প্রশাসকের নির্দেশনায় পূর্বধলার ইউএনও, এসিল্যান্ড, স্কুলের শিক্ষক গণমান্য ব্যক্তিবর্গ এই জায়গা বুঝিয়ে দেয়। এর সকল ডকুমেন্ট আমাদের কাছে আছে। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কাজ করছে তারা। 

স্মারকলিপি প্রদানের সময় ইউএনও মো. খবিরুল আহসান শিক্ষার্থীদের উদেশ্য বলেন, তোমরা ক্লাসে ফিরে যাও, তরুণ সমাজ যা করছো সেটা দেশের জন্য এবং আমাদের মঙ্গলের জন্য। তোমরা স্কুলের জন্য যে কাজ করছো তাতে আমরা গর্বিত। বিদ্যালয়ের দখলকৃত জমি আগামী সাত দিনের মধ্যে উদ্ধারের ব্যবস্থা করা হবে।

-এআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,