For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বাজারের অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেবে ভোক্তা অধিদপ্তর

Published : Sunday, 11 August, 2024 at 5:59 PM Count : 206



শিক্ষার্থীদের বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, বাজারব্যবস্থাপনার অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেয়া হবে।

রোববার (১১ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকিসহ সচেতনতামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের সময় এসেছে। এখন মানবিক মূল্যবোধ, নৈতিকতার উন্নয়ন প্রয়োজন। আমরা শপথ করব, দুর্নীতি করব না, কোন স্বজনপ্রীতি করব না, সিন্ডিকেট, চাঁদাবাজি ও দখলদারি করব না। আমরা নিজেদের মধ্যে পরিবর্তন না নিয়ে আসলে দেশ আবার আগের মতো হয়ে যাবে।

 

এসময় তিনি কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন-
১। বিপ্লবী ছাত্র জনতা কর্তৃক টিম করে শহর, পাড়া মহল্লায় বাজার তদারকি করা এবং অধিদপ্তরের কাজে সমন্বয় ও সার্বিক সহযোগিতা করা 
২। প্রতিটি জেলা উপজেলায় তদারকি কার্যক্রমে সমন্বয়ের জন্য এরূপ মতবিনিময় সভার আয়োজন করা 
৩। পণ্য ক্রয় বিক্রয়ে প্রতিটি ক্ষেত্রে অবশ্যই পাকা রশিদ সংরক্ষণ করা 
৪। আবশ্যিকভাবে প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা
৫। বাজার, রাস্তা, সরকারি জায়গা দখল করলে তাদের উৎখাত করা
৬। সকল প্রকার চাঁদাবাজি, সিন্ডিকেট বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
৭। এলাকা ভিত্তিক নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা তৈরি করা 
৮। অধিদপ্তরের জনবল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
৯। দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করার উদ্যোগ গ্রহণ করা
১০। সরকারের অন্যান্য সেবা খাতের জন্যও এরূপ মতবিনিময় সভার আয়োজন করা 
১১৷ ছাত্র জনতাকে অন্যায়ের সাথে সংযুক্ত না হওয়া
১২। এক সপ্তাহের মধ্যে বাজারে স্থিতিশীলতা আনয়নে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা 

ভোক্তা অধিকারের ডিজি বলেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন তারা জাতীয় বীর। আমি হলে দাঁড়াতে পারতাম না। ৯০-এর পর আমরা যেটা পারিনি তোমরা সেটা পেরেছো। আমরা সামনে এগিয়ে যেতে চাই।

এ সময় বাজার সিন্ডিকেটের মূলহোতা করপোরেট গ্রুপ উল্লেখ করে তিনি বলেন, যেখানে হাত দিচ্ছি, সেখানেই অনিয়ম দেখছি। অনেকের সামনে মিডিয়া ক্যামেরা নিয়ে গেছি। তারপরও অনেক অনিয়ম বন্ধ করতে পারিনি। সেটা বাস্তবতা। আমরা তোমাদের মাধ্যমে চাপ সৃষ্টি করতে চাই। তোমারা যেখানে হাত দিবা, সেখানে সোনা ফলবে।

অনিয়মের ডকুমেন্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার ঘোষণা দিয়ে সফিকুজ্জামান বলেন, এগুলো শিক্ষার্থীরা বিশ্লেষণ করবে। ফেসবুকে ভুয়া জিনিস ঘুরছে। শিক্ষার্থীদের সেসব জিনিস নজরদারি করতে হবে। সবাই পাশে দাঁড়ালে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটা নির্মাণ সম্ভব হবে।

ভোক্তা মহাপরিচালক আরও বলেন, চাঁদাবাজি কমলেও পণ্যের দাম কমছে না। সেটাও দেখতে হবে। শ্যামবাজার থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩টি পয়েন্টে চাঁদাবাজি হয়; সেটি বন্ধ করতে হবে।

সিসিএমএস সফটওয়্যার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ডেটা বিশ্লেষণ করে শিক্ষার্থীরাই ব্যবস্থা নিতে পারবে। কোনো পণ্যের দাম নির্ধারণের সময় বাড়ালে ছয় ঘণ্টার মধ্যে বাজারে দাম বাড়ে; কিন্তু কমলে এক মাসেও কমতে চায় না। বাজার সিন্ডিকেটের মূল হোতা করপোরেট গ্রুপ, এসব গ্রুপের নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের নিয়ে চাপ দিতে চাই।

তিনি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিসহ সচেতনতামূলক কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ভিত্তিক সমন্বয়কগণ অধিদপ্তরের জেলা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার কথা বলেন। এছাড়াও অধিদপ্তরের বাজার তদারকিসহ সচেতনতামূলক কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সাথে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার সমন্বয়কসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবারের মধ্যে মতবিনিয়ম সভার আয়োজন করা হবে। অধিদপ্তর শিক্ষার্থীদের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে ভোক্তা অধিকার রক্ষায় অনেক দূর এগিয়ে যাবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

তিনি বলেন, আজকের মতবিনিময় সভার কার্যবিবরণী সমন্বয়কদের নিকট প্রেরণ করা হবে। এছাড়াও অধিদপ্তর কর্তৃক সুপারিশ সম্বলিত বিভিন্ন মতবিনিয়ম সভার প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ৫ জন কর্মকর্তাসহ বিভাগ ও জেলা কার্যালয়ের একজন করে ফোকাল কর্মকর্তা থাকবেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়, বিভাগ ও জেলা পর্যায়ের সমন্বয়কদের সাথে যোগাযোগ রাখবেন। 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিসহ সচেতনতামূলক কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানা করা হবে বলে জানান তিনি।


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার দেব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাংগঠনিক সম্পাদক ডঃ সৈয়দ মিজানুর রহমান, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মো: ফারহান আতিফ (লুমিন), ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, সিনথিয়া আহমেদ, ইউরোপিয়ান ইউনিভারসিটি অব বাংলাদেশসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,