For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বাঘা প্রেস ক্লাবের সম্পাদকের বাড়ি ভাংচুর : ৪দিন থেকে আত্মগোপনে

Published : Friday, 9 August, 2024 at 2:30 PM Count : 148

শেখ হাসিনা দেশ ত্যাগ এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তরবর্তীকালীন সরকারের ঘোষণার পর রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দূর্বৃত্তরা। 

গত ৫ আগস্ট বিকালে এই হামলার ঘটনা ঘটে। এরপর থেকে নুরুজ্জামান নিরাপত্তাহীনতায় আত্মগোপনে রয়েছেন। শুক্রবার (৯ আগষ্ঠ) পর্যন্ত নুরুজ্জামান দূর্বৃত্তদের ভয়ে বাড়ি ফিরতে পারছে না। 

জানা গেছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তরবর্তীকালীন সরকার ঘোষণা করেন। এই ঘোষণা শুনার পর দূর্বৃত্তরা লাঠি, ধারালো হাঁসুয়া নিয়ে বাজুবাঘা ইউনিয়নের আমদপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা নুরুজ্জামানের বাড়িতে হামলা চালায়। এতে তার বাড়ির দুইটি ফ্রিজ, তিনটি টিভি, ৫টি এসি, আটটি খাট, আট জোড়া সোফা, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, আসবাবপত্র, দরজা, জানালা ভাংচুর করে। হামলার বিষয়ে টের পেয়ে সাংবাদিক নুরুজ্জামান, তার স্ত্রী বাজুবাঘা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নিলা জামান, ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বদেশ আহমেদ বাড়ি থেকে আত্মগোপনে চলে যায়। এরপর তারা দূর্বৃত্তদের ভয়ে বাড়ি ফিরতে পারছেনা। 

সাংবাদিকতা করতে গিয়ে কারও পক্ষে বিপক্ষে সংবাদ পরিবেশন হতে পারে, এর জের ধরে হয়তো দূর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে ধারনা করেছেন সাংবাদিক নুরুজ্জামান।
এ বিষয়ে বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান কান্না কন্ঠে বলেন, দূর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। তাৎক্ষনিক প্রশাসনকে বিষয়টি জানানোর পরও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে আমি স্ত্রী ও সন্তান নিয়ে আতংকের মধ্যে রয়েছি। চারদিন থেকে বাড়ি ফিরতে পারছিনা। বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। 

এছাড়া বাঘা ভূমি অফিস ও বাঘা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাঘা পুরাতন বাসস্ট্যান্ডে, শাহদৌলা কলেজে বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাংচুর করা হয়েছে। বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেনের বাড়ি, আমদপুরে শেখ রাসেল স্মৃতি সংঘ, বাউসা ইউনিয়ন কার্যালয়, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক গাওপাড়া গ্রামের শাহিনুর রহমান পিন্টু, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সামিউল হক নয়ন সরকার, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, আড়ানী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাতাব হোসেন, বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক ফজল, আড়ানী পৌর বাজারে পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি, সাবেক সভাপতি শহীদুজ্জামান শাহীদের অফিস, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপনের ব্যক্তিগত অফিস, পীরগাছা বাজারের অফিস ভাংচুর করা হয়েছে। 

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শুনেছি দূর্বৃত্তরা বিভিন্নস্থানে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ভূমি অফিস বাঘাবাসীর সম্পদ, এটা পুড়িয়ে দেওয়া মানে বাঘাবাসীর খতি করা। এটা থেকে দূর্বৃত্তদের দুরে থাকা ভাল। নিজে নিজে ক্ষতি করলে কী বা করার আছে? 

এএইচএ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,