For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সাতক্ষীরা কারাগারে ফিরেছেন ৪০৫ বন্দি

Published : Thursday, 8 August, 2024 at 11:32 AM Count : 102

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সাতক্ষীরা জেলখানায় হামলা চালানো হয়। সে সময় কারাগারে থাকা ৫৯৬ বন্দি ও কয়েদি পালিয়ে যায়। পরে কারাগার থেকে বেরিয়ে যাওয়া বন্দিরা ফিরে আসতে শুরু করেছেন।

বুধবার বিকেল পর্যন্ত অন্তত ৪০৫ বন্দির ফেরত আসার তথ্য জানিয়েছেন কারাগারের জেলার হাসনা জাহান বিথি।

এর আগে গত রোববার একদল বিক্ষুব্ধ লোক কারাগারে হামলা ও ভাঙচুর করলে ৫৯৬ জন বন্দি পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েক হাজার জনতা একজোট হয়ে সাতক্ষীরা কারাগারের ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন। পরে কারাগারের প্রথম ফটক ভেঙে ভেতরে ঢুকে সেল ও সাধারণ ওয়ার্ড ভেঙে সব আসামি ও কয়েদি বের করে নিয়ে যান।
কলারোয়ার কেড়াগাছি গ্রামের আশরাফ হোসেন ও কয়লা গ্রামের আবদুল রকিব বলেন, তারা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। রোববার সন্ধ্যায় একদল লোক এসে তাদের কারাগার থেকে বের হয়ে যেতে বললে তারা বের হয়ে যান। কারা কর্তৃপক্ষের মাইকিং শুনে তারা আবার ফিরে এসেছেন।

জেলার হাসনা জাহান বিথি বলেন, কারাগারে বিভিন্ন ধরনের অপরাধের আসামি ও কয়েদি ছিলেন ৫৯৬ জন। এর মধ্যে ২৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার মধ্যে ২৩ জন ফিরে এসেছে। দু'জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে একজন ফিরে এসেছেন। বুধবার বিকেল পর্যন্ত মোট ৪০৫ জন ফিরে এসেছেন।

তিনি আশা করছেন আরও কিছু আসামি ফেরত আসবেন।

হাসনা জাহান বলেন, গত ০১ জুলাই থেকে ০৫ অগাস্ট পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে ৫৬ জন জামিনে মুক্ত হয়েছেন।

-এমজেডআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,