For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

গাইবান্ধা শহর পরিচ্ছন্নে শিক্ষার্থীরা

Published : Wednesday, 7 August, 2024 at 6:30 PM Count : 92

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গাইবান্ধা শহরজুড়ে অপরচ্ছিন্নের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সেগুলো আবর্জনা পরিস্কার করতে দলবেঁধে কাজ করছে শিক্ষার্থীরা। 
  
গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) থেকে বুধবার (৭ আগস্ট) পর্যন্ত গাইবান্ধা শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে- শিক্ষার্থীদের পরিস্কার-পরিচ্ছন্নের চিত্র। 

স্থানীয় লাল সবুজ সোসাইটি ও ইয়ুথ অর্গানাইজেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শহর পরিচ্ছন্নের কাজ করছেন কর্মীরা। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও নিরলসভাবে শহর পরিস্কারে কাজ করছেন। শহরের ডিসি অফিস, পুলিশ সুপার কার্যালয়, বাস স্ট্যান্ডসহ শহরের বেশকয়েকটি এলাকায় সড়ক পরিষ্কার করতে দেখা যায় তাদের। এছাড়া গতকাল মঙ্গলবার পৌরপার্ক এলাকা পরিস্কার করছে তারা। 

জানা যায়, সম্প্রতি কোটা সংস্কার ও সরকার পতনের একদফা আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই একপর্যায়ে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের খবরের পর গাইবান্ধা শহরে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ছাত্র-জনতা। এছাড়া বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও সরকার পতনের আনন্দ মিছিলের একপযার্য় ক্ষুব্দ হয়ে ওঠেন। এতে বেশ কিছু স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যার কারণে শহরে ধ্বংস স্তুপে পরিণত হয়। এসব ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা ও ইটপাটকেল-লাঠিসোটা পরিস্কার করছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে অংশ নিয়েছে আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তারা হাতে গ্লোবস, মুখে মাক্স পড়ে ঝাড়ু ও বেলচা নিয়ে শহর পরিস্কারে নিরলসভাবে কাজ করছেন। 

লাল সবুজ সোসাইটি গাইবান্ধার সভাপতি আক্তারুজ্জামান আসিফ বলেন- সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে গাইবান্ধা শহরটি অপরিচ্ছন্ন হয়ে ওঠে। তাই আমাদের শহর পরিস্কার রাখতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।  
বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন নামের আরেক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ বলেন- দেশের অদ্ভূত পরিস্থির সময়ে আমাদের শহরটি অপরিচ্ছনের সৃষ্টি হয়। এসব আবর্জনা সরিয়ে ফেলতে সংগঠনের কর্মীরা কাজ করে যাচ্ছে।  
 
টিএইচজে/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,