লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Published : Wednesday, 31 July, 2024 at 8:56 PM Count : 67
লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নে পানিতে ডুবে রোহান মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ওই ইউনিয়নের দেওডোবা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোহান দেওডোবা গ্রামের স্কুল শিক্ষক দুলু মিয়ার ছেলে।
মৃত্যুর বিষয়টি ও শিশুটির পরিচয় নিশ্চিত করেছেন পলাশী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান।
সূত্র মতে, রোহান তার বাড়ির পাশে খেলা করছিলো। পরে খেলতে খেলতে পাশের পুকুর পাড়ে যায়। এরপর সে ওই পুকুরের পড়ে পানিতে ডুবে যায়। তার মা ছেলেকে খুঁজতে গিয়ে দেখেন পুকুরের পানি নড়াচড়া করছে। তখন তিনি স্থানীয়দের ডাক দিলে তারা রোহানকে পুকুর থেকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পলাশী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, ‘খেলতে গিয়েই পানিতে পড়ে রোহানের মৃত্যু হয়েছে। ছেলেটির বাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক’।
এমএস/এসআর