For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

'বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা'

Published : Monday, 29 July, 2024 at 3:42 PM Count : 75

গণভবন দখল করাই বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

সোমবার সকালে মাদারীপুরে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্থাপনা পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, পুলিশ ফাঁড়ি, পুলিশ বক্স, জেলা আওয়ামী লীগের অফিস, সার্বিক পেট্রোল পাম্প, সার্বিক বাস ডিপোর পুড়ে যাওয়া পরিবহন পরিদর্শন করে সার্বিক বাস ডিপো মাঠে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।

চিফ হুইপ বলেন, ছাত্রদের কোটা আন্দোলন, আমাদের সরকারের সবারই এদিকে দৃষ্টি ছিল। পরবর্তীতে জামায়াত-বিএনপি এটাকে অন্য রুপে নিয়ে তাদের এই নাশকতা করেছে। বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা। 

তিনি বলেন, যদি গণভবনে আক্রমণ করতে হয় তাহলে যেখানে আওয়ামী লীগের ঘাটি, শক্তিশালী নেতৃত্ব এ সকল জায়গাকে দুর্বল করার জন্য তারা বেছে বেছে নারায়ণগঞ্জ, মাদারীপুর, ঢাকা, নরসিংদী, বরিশাল, রাজশাহীতে হামলা চালিয়েছে। গণভবনে হামলা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন না যেতে পারে। এটা এমন একটা ষড়যন্ত্র যেটা গণভবনের উপর ষড়যন্ত্র। তার মানে শেখ হাসিনার উপর ষড়যন্ত্র। ২১ আগস্টের মত আরো একটা ষড়যন্ত্র। আমরা মনে করি বিশেষ ট্রাইব্যুনাল করে জরুরী ভিত্তিতে এই বিচার করতে হবে। 
এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. শফিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

-এএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,