For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

অটোকে অজ্ঞাত গাড়ির চাপায় নিহত ২

Published : Tuesday, 16 July, 2024 at 1:39 PM Count : 178

টাঙ্গাইলেধনবাড়ীতে ব্যাটারী চালিত অটোকে অজ্ঞাত গাড়ির চাপা দেওয়ার ঘটনায় দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু'জন।

মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে ধনবাড়ীর পাথালিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বানিয়াজানের হাসান আলীর ছেলে অটোচালক খলিল (৩৪) ও যদুনাথপুর ইউনিয়নের সাত্তার কান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিয়াম (১৫)।

আহতরা হলেন- নিহত সিয়ামের মা সন্ধ্যা (৪০) ও নানা হযরত আলী (৬০)।
ধনবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, ভোর রাত ৩টার দিকে বানিয়াজান বাসস্ট্যান্ড থেকে মধুপুরের জলছত্র যক্ষা ও কুষ্ঠ বক্ষব্যাধি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিলেন হতাহতরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের পাথালিয়া বাসস্ট্যান্ডে অটো পৌঁছলে অজ্ঞাত কোনো গাড়ি সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোর চালক মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত চালকের লাশ উদ্ধার ও আহতদেরকে উদ্ধার করা হয়। আহতদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। পরে অপর দুই গুরুতর আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয়রা জানান, মহাসড়কের পূর্ব পাশে প্রবাসী শফিকুল ইসলামের বাড়ির কাজের জন্য দীর্ঘদিন যাবৎ মহাসড়কের এক পাশে বালু ফেলে রেখেছে। এ কারণেই আজকের এই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু'জনের।

তবে, পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন ও সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি ওঠে আসায় তারা রাতেই বালু সরিয়ে নিয়ে যায়।

নিহতের স্বজনরা অভিযোগ করে জানান, মহাসড়কের পূর্ব পাশে প্রবাসী শফিকুল ইসলামের বাড়ির কাজের জন্য দীর্ঘদিন যাবৎ মহাসড়কের এক পাশে বালু ফেলে রেখেছে। ফলে আজকে আমাদের লোকজন দুর্ঘটনায় মারা গেল। তাই যারা বালু রেখেছে তাদের বিচার দাবি করছি।

-এইচআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,