নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Published : Tuesday, 16 July, 2024 at 11:02 AM Count : 84
উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
ক্যাম্পাসকে সাজানো হয় মনোরম পরিবেশে। বিশ্ববিদ্যালয়ের হলসহ একাডেমিক ও প্রশাসনিক ভবনে আলোকসজ্জা করা হয়।
অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান।
এদিন সকালে জয় বাংলা ভাস্কর্য প্রাঙ্গনে পতাকা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও কেক কাটা হয়।
উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বিশ্ববিদ্যালয় দিবসে’ আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে নোবিপ্রবি এগিয়ে যাচ্ছে। একাডেমিক ও ভৌত অবকাঠামোগত, শিক্ষা ও গবেষণার সূচকগুলোতে প্রতি বছরই নোবিপ্রবি উন্নতি করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নোবিপ্রবি আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
অন্যদের মাঝে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মেজবাহ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক মো. ইবনে ওয়াজিদ ইমন সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
-এমআর/এমএ