For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি-৩ রাইফেলসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

Published : Sunday, 14 July, 2024 at 6:30 PM Count : 63

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে দুটি জি-৩ রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/৩৫ ব্লকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াস ১১নম্বর ক্যাম্পের এ/১৫ সাব ব্লকের বাসিন্দা  হাসান আহমেদের ছেলে। 

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমারের অভ্যন্তরে চলমান যুদ্ধ ফেরত সন্ত্রাসী সংগঠন আরসা সদস্য মোহাম্মদ ইলিয়াস অবস্থান করছে খবর পায় এপিবিএন। এ খবরের ভিত্তিতে ২০ নম্বর ক্যাম্পের এম/৩৫ ব্লকের সাব মাঝি নূর আলমের চায়ের দোকান  সংলগ্ন বাঁশের ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

এফআই/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,