For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

আবারও বাড়ছে যমুনার পানি

Published : Friday, 12 July, 2024 at 5:53 PM Count : 84

তিন দিন ধীরগতিতে কমতে থাকার পর মৌসুমী বায়ুর প্রভাব ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও সিরাজগঞ্জের যমুনা নদীসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

পানি বৃদ্ধির কারনে বন্যায় যমুনার তীরবর্তি চরাঞ্চলে প্রায় এক লাখেরও বেশি মানুষ পানিবন্দি  হয়ে পড়েছে। এদিকে জেলায় বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার জানান, শুক্রবার (১২ জুলাই) সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে যমুনা নদীর পানি ১৮ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানি ১৮ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে  বিপদসীমার ২৫ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে উভয় পয়েন্ট  যমুনা নদীর পানি স্থির রয়েছে। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকার সাথে সাথে শাহজাদপুর ও কাজিপুরে নদী ভাঙ্গন অব্যাহত আছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান জানান, আবারও পানি বৃদ্ধির কারনে নদীতীরবর্তি জেলার পাঁচ উপজেলার ৩৪টি ইউনিয়নে ২৩ হাজার ৩০৬টি পরিবারের এক লাখ ৩ হাজার ৫৯৪ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যাদুর্গত মানুষের মাঝে ইতিমধ্যে ১৩৩ টন চাল, ৫ লাশ কাটা ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও মজুদ রয়েছে ১ হাজার ১৬৭ টনচাল, নগদ ২০ লাখ টাকা ও ৭০০ প্যাকেট শুকনো খাবার। এছাড়া তিনি জানান, চলতি বন্যায় জেলার সদর, শাহজাদপুর ও চৌহালীতে ৮জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে নৌকা ডুবে ৪ জন ও পানিতে ডুবে আরও ৪ জন মারা গেছেন।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্ততি নেয়া হয়েছে। জেলা ১৮০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তবে এখনো কেও আশ্রয় কেন্দ্রে উঠেনি। পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনায় আাবারও পানি বাড়ছে। আমরা নদীতীর সংরক্ষন বাঁধ, ক্রসবার বাধ সহ নদী ভাঙ্গন এলাকায় সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া তিনি বলেন নদী ভাঙনরোধে প্রয়োজনীয় জিও ব্যাগ  ও জনবল প্রস্তত রাখা হয়েছে।

এবি/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,