For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

‘পুলিশের চাকরিকে আমি ইবাদত মনে করি’

Published : Thursday, 11 July, 2024 at 11:52 AM Count : 289

যশোরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেছেন, ‘চাকরিকে আমি ইবাদত মনে করি। এবং এই কাজের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই।’

বুধবার বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। পুলিশ ও সাংবাদিক একে অপরের সহায়ক। আমরা যশোরকে শান্তি ও স্বস্তির জেলায় পরিণত করতে পারি, যদি আপনারা আমাদের সহায়তা করেন। সাংবাদিকদের সহযোগিতা পেলে যশোরকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত করা সম্ভব।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণের সঙ্গে থাকতে চাই। আপনার সত্য তথ্য দেবেন যাচাই করে শতভাগ পদক্ষেপ নেব। আমি তদবির করে পোস্টিং নেইনি। আমার বদলির ভয় নেই। বদলির অর্ডার হলে চলে যাবো। তবে আমি এসেছি, কাজ করতে চাই। আমাদের কাছে সন্ত্রাসীদের যে তালিকা আসবে, আমরা সেই তালিকা অনুযায়ী যাচাই-বাছাই করে কাজ করবো। সন্ত্রাসীদের কার রঙ কালো, কার রঙ সাদা সেটি বিবেচ্য হবে না।’
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, জেলা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, প্রেস ক্লাবের সহ-সভাপতি নূর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, তৌহিদ জামান, জুয়েল মৃধা, মনিরুল ইসলাম, ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

পুলিশ সুপার মো. মাসুদ আলম গত ০৮ জুলাই যশোরে যোগদান করেছেন। এর আগে তিনি মাদারীপুরে দায়িত্ব পালন করেন। বুধবার সাংবাদিকদের পাশাপাশি পৃথক পৃথক ভাবে মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক অঙ্গণের নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করেন নতুন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

-জেডআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,