For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, আটক ৩

Published : Sunday, 7 July, 2024 at 3:46 PM Count : 127

স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের দ্বন্দ্বে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে তার চাচা ও চাচাতো ভাইয়েরা। 

রোববার দুপুর ১টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও বাজার এলাকার আলহাজ্ব ওয়েদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।  

নিহত এস এম সুমন হালদার (৪৫) পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ওই গ্রামের পিয়ার হোসেন হালদারের ছেলে। তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। 

আটককৃতরা হলেন- মৃত মকবুল হালদারের ছেলে নুর মোহাম্মদ, তার ছেলে সেকু নুর ও কাউসার।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ওয়েদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চলছিলো। এ সময় ভোটাধিকার প্রয়োগ নিয়ে নিহতের চাচা ও চাচাতো ভাই মৃত মকবুল হালদারের ছেলে নুর মোহাম্মদ, নুর আহম্মেদ ভোলা, চাচাতো ভাই সেকু নুর ও কাউসারের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি চেয়ারম্যান সুমনকে এলোপাতাড়ি গুলি করে৷ পরে আশপাশের লোকজন ছুটে এসে সুমনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সাথে জড়িতরা সবাই সাবেক ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী মো. মিলেনুর রহমান মিলনের অনুসারী। 

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোয়েব আলী বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক কয়েকজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

-এমএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,