For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বিএনপি এখন পরনির্ভর: ওবায়দুল কাদের

Published : Wednesday, 3 July, 2024 at 9:45 PM Count : 85

আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মনের জোর কমে গেছে, তাদের মুখের জোর বেড়ে গেছে। মানুষের শক্তি যত কমে মুখের বিষ ততই উগ্র হয়ে যায়। এখন তারা কোটা আন্দোলন এবং শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে। কিন্তু পরের কাঁধে ভর দিয়ে আন্দোলন করে জয়ী হওয়া যায় না।

বুধবার বিকেলে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপিকে পরনির্ভর উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতাদের মুখের কোন ট্যাক্স নাই, লাগাম নাই। গাড়ি চালক বেপরোয়া হলে যে অবস্থা হয়, রাজনীতিতে তারা হলো বেপরোয়া চালক। কখন কোন দুর্ঘটনা ঘটে কেউ জানে না। কে চালায় বিএনপি?  লন্ডন থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চালায়। সড়কপথে কিংবা নৌ-পথে নয়, আকাশপথে বিএনপি চলে।

বিএনপির আন্দোলনের হাত ভেঙ্গে গেছে উল্লেখ করে সেতু মন্ত্রী বলেন, বিএনপির বড় নেতারা এখন ভয়ে আছেন। তাদের দিনের আরাম আর রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন কার চাকরি নট হয়ে যায়। কখন যে তারেক রহমানের ডাক আসে। ফখরুল সাহেবেও শান্তিতে নাই। দিন যায়, রাত যায়। আন্দোলন আর সফল হয় না। বিএনপি’র মরা গাঙ্গে আর জোয়ার আসে না।
আওয়ামী লীগ সাধারন সম্পাদক বলেন, ‘তারা (বিএনপি) ভয় দেখায় বাংলাদেশ ভারত হয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত গেলেই বলে কিছুই আনতে পারে না। ৫৩ বছরে আমরাতো ভারত হইনি। সীমান্ত ও ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। আমাদের গঙ্গার হিস্যা আমরা বুঝে পেয়েছি। আর খালেদা জিয়া ৩ হাজার পিস জামদানি শাড়ি দিয়ে এসে জানায় গঙ্গা চুক্তির কথা বলতে ভুলে গেছেন। কোন মুখে বিএনপি নেতারা এখন তিস্তার হিস্যার কথা বলেন?

শেখ হাসিনা জনগণের জন্য আল্লাহর পাঠানো বান্দা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পিতা দিয়েছে স্বাধীনতা, কন্যা দিবে মুক্তি। আমরা এখন মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছি। দেশে রেমিট্যান্স বেড়েছে, রিজার্ভ বাড়তে শুরু করেছে। জিনিসপত্রের দামও কমে আসবে। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। মন্ত্রী এবং সচিবরা দুর্নীতিমুক্ত হলে সেই মন্ত্রণালয়ে আর দুর্নীতির সুযোগ থাকেনা। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে।

আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। 

সভায় ঢাকা জেলা আওয়ালী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদদের সভাপতিত্বে ও ঢাকা জেলা আওয়ালী লীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফখরুল আলম সমর প্রমুখ।  

ওএফ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,