For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সিরাজগঞ্জে চুরি হচ্ছে গরু, আর্থিক ক্ষতিতে খামারীরা

Published : Thursday, 13 June, 2024 at 6:39 PM Count : 86



প্রাণি সম্পদ খ্যাত সিরাজগঞ্জ জেলায় কোরবানীর ঈদকে সামনে রেখে ব্যাপক হারে গরু চুরি ঘটনা ঘটছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে খামারীরা। গরু চুরি ঠেকাতে রাত জেগে এলাকায় পাহারার ব্যবস্থা করতে হয়েছে স্থানীয়দের। 

এদিকে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। চুরির ঘটনায় জড়িত একাধিক আন্তঃজেলা গরুচোর চক্রের নাম পাওয়া গেছে। ইতিমধ্যে এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জের বিভিন্ন থানা পুলিশ ও স্থানীয় সূত্রগুলো থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে জেলায় কমপক্ষে ১৯টি গরু চুরির ঘটনায় ৭৬টি গরু ও চারটি মহিষ চুরি করেছে চোরেরা। সব থেকে বেশী জেলার তাড়াশ উপজেলায়  ৪০টি গরু ও মহিষ চুরির ঘটনা ঘটেছে।  
 
জেলার তাড়াশ থানা সূত্রে জানা যায়, গত পাঁচ মাসে ছয়টি  চুরির ঘটনায় ৩৬টি গরু ও আরেকটি ঘটনায় চারটি মহিষ চুরি হয়েছে। প্রত্যেকটির মামলাও হয়েছে। এসব মামলায় ইতিমধ্যে ১৫ জন গ্রেপ্তার হলেও এখন পর্যন্ত চুরি যাওয়া গরু বা মহিষ উদ্ধার করতে পারেনি পুলিশ।   

সলঙ্গা থানায় পাঁচটি ঘটনায় ১৮টি গরু চুরি হয়েছে। এছাড়াও কামারখন্দ থানায় তিন ঘটনায় ১৫ গরু চুরি হয়। এর মধ্যে পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে ও পাবনা জেলার বেড়া থেকে একটি পিকআপভ্যানসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

এছাড়া সদর থানায় একটি ঘটনায় পাঁচটি গরু চুরি হয়। কাজিপুর, উল্লাপাড়া, চৌহালী ও এনায়েতপুর থানা এলাকায় একটি করে গরু চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লাপাড়া, কাজিপুর, ও চৌহালী থানা পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধার করেছে এবং চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

এদিকে গরু চুরি ঠেকাতে তাড়াশ ও কামারখন্দে রাত জেগে এলাকা পাহারার ব্যবস্থা করেছে স্থানীয়রা। এসব অঞ্চলে পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন তারা।  

সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের কৃষক বেল্লাল হোসেন জানান, চলতি বছর মে মাসের প্রথমদিকে গোয়াল ঘরের তালা কেটে দুইটি ষাঁড় ও তিনটি গাভি চুরি করে নিয়ে গেছে চোরেরা। এতে প্রায় নয় লাখ টাকার ক্ষতি হয়ে ব্যাপক অর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন তিনি।  

এপ্রিল মাসের শুরুতেই তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের তমিজ উদ্দিনের গোয়াল থেকে পাঁচটি গরু চুরি হয়। ওইদিন রাতেই কালিদাসনীলি গ্রামের মজনু মিয়ার ছয়টি গরু চুরি করে নেয় চোরেরা। গত ১৪ জানুয়ারি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া ভেংরী গ্রামের আলতাফ হোসেনের গোয়ালঘরের ইটের গাঁথুনি ভেঙে পাঁচটি গরু চুরি হয়। একই উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামের আজাদ বলেন, গত ২০ জানুয়ারি তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে পাঁচটি ষাঁড় চুরি করে নেয় চোরেরা। ৯ জানুয়ারি একই ইউনিয়নের রোকনপুর গ্রামের আনোয়ার হোসেনের গোয়াল থেকে সাতটি গরু চুরির ঘটনা ঘটে।  

কামারখন্দের রায়দৌলতপুর ইউনিয়নের কাজিপুরা গ্রামের কৃষক মনিরুল ইসলাম জানান, গোয়াল ঘর থেকে গত মাসে সাতটি গরু চুরি হয়েছে। 

তাড়াশের তমিজ উদ্দিন বলেন, এলাকায় ব্যাপক গরু চুরির ঘটনায় স্থানীয়রা একট্টা হয়ে চুরি ঠেকাতে পাহাড়ার ব্যবস্থা করেছে।    

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গত পাঁচ মাসে ছয়টি চুরির ঘটনায় ৩৬টি গরু চুরি ও একটি ঘটনায় চারটি মহিষ চুরি হয়েছে। সব মিলিয়ে মামলা হয়েছে সাতটি। দুটি মামলায় গ্রেপ্তার হয়েছে এজাহার নামীয় চার আসামি। এছাড়াও চুরির কাজে ব্যবহৃত ট্রাকসহ গরুচোর চক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।  

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। প্রাথমিক ভাবে জানা গেছে কোরবানীর ঈদকে সামনে রেখে গরু চোরেরা জেলায় চুরি সংগঠিত করছে। আমরা চুরির মামলাগুলোর গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এসব চুরির ঘটনার সঙ্গে আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্যরা জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যে অনেক চোরকে গ্রেপ্তারও করা হয়েছে। আশা করছি চুরি রোধে খুব শীঘ্রই ভালো ফলাফল আসবে।  

এবি/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,