For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

জরিমানাসহ ৪ আইসক্রিম কারখানা সিলগালা

Published : Wednesday, 5 June, 2024 at 11:42 AM Count : 80

গোপালগঞ্জে অনিয়মের অভিযোগে তিন লাখ টাকা জরিমানাসহ চারটি কারখানা স্থায়ী ভাবে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহসিন উদ্দীন এ আদেশ দেন।

তিনি ব‌লেন, সদর উপজেলার চরমানিকদাহ গ্রামে দীর্ঘদিন ধরে এসব অনুমোদনহীন কারখানায় মানব শরীরের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। যার উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছিল না।

তি‌নি আরও বলেন, এসব কারখানায় উৎপাদিত নিম্নমানের আইসক্রিম শহর ও গ্রা‌মের বি‌ভিন্ন স্কুলের সাম‌নে বি‌ক্রি করা হয়। আর এসব আইস‌ক্রিম শিশু‌দের পছন্দ। কিন্তু নিম্নমানের হওয়ায় এগু‌লো খে‌য়ে শিশুরা বি‌ভিন্ন রো‌গে আক্রান্ত হ‌তে পা‌রে। 
তাই আগামীতে যাতে এ ধরনের অনুমোদনহীন আইসক্রিম কেউ তৈরি এবং বাজারজাত কর‌তে না পা‌রে সে জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এ সময় সহকারী কমিশনার (ভুমি) বাবলী শবনম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান উপস্থিত ছিলেন।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,