For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

চিরিরবন্দর উপজেলায় জয় পেলেন যারা

Published : Wednesday, 29 May, 2024 at 10:02 PM Count : 239

দিনাজপুরেচিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপুর্ণভাবে সমাপ্ত হয়েছে। বুধবার সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গণণা শেষে চেয়ারম্যান পদে সুনীল কুমার সাহা (দোয়াত কলম) ৩৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তাফিজার রহমান ফিজার (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ১৪৯ ভোট, এছাড়াও অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল পেয়েছেন ১৭ হাজার ৬২৯ ভোট, জ্যোতিশ চন্দ্র রায় (মোটরসাইকেল) ১২ হাজার ৪৭৬ ভোট, মোকাররম হোসেন (আনারস) পেয়েছেন ৯ হাজার ৫৬৯ ভোট।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে সুমন দাস বৈদ্যুতিক বাল্ব প্রতিকে সর্বোচ্চ ৪৯ হাজার ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল্লাহ আল মামুন মাইক প্রতিকে পেয়েছেন ৪০ হাজার ১০৩ ভোট এবং মোঃ জামাল উদ্দিন মুহুরী (তালা) পেয়েছেন ৫৯৬৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লায়লা বানু প্রজাপতি প্রতিকে ৪৪ হাজার ৫২৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তরুবালা রায় কলস প্রতিকে ২৫ হাজার ৯১৮ ভোট পেয়েছেন। এছাড়াও ওয়াজিদা বেবী ফুটবল প্রতিকে ১৬ হাজার ৯৪৮ ভোট ও পুর্নিমা মোহন্ত পদ্মফুল প্রতিকে ৮ হাজার ৩২৩ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার এ এস এম সাইফুর রহমান জানান, চিরিরবন্দর উপজেলায় ২ লাখ ৫৮ হাজার ৩৮৯ ভোট রয়েছে। এরমধ্যে ৯৫ টি কেন্দ্রে ভোটাররা ৯৯ হাজার ১২৪ ভোট প্রদান করে।

এমইউএ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,