For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ঘূর্ণিঝড় রেমাল

চরফ্যাশনে ২৪৩ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি

Published : Wednesday, 29 May, 2024 at 1:42 PM Count : 241

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভোলার চরফ্যাশনে চরফ্যাশনে প্রায় ছয় হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন দপ্তরের তালিকা অনুযায়ী, ২৪৩ কোটি তিন লক্ষ ৮২ হাজার ৫০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এসব তথ্য জানান।

জানা যায়, রেমালের আঘাতে উপজেলা সাগর মোহনার চরমানিকা, ঢালচর, কুকরী মুকরী এবং মুজিবনগর ইউনিয়ন বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার বাসিন্দারা আত্মীয়-স্বজন আর পাড়া প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন।

পানির টানে মূল ভূখণ্ডের উপকূলীয় তিনটি এলাকা ঢালচর, চর কুকরি, পাতিলা গ্রাম, তেতুলিয়ার পাড়ের মুজিবনগরের সিকদারের চরে বেড়িবাঁধে না থাকায় পানি ঢুকে গ্রামগুলোতে এখনো দিবা-রাত্রির জোয়ারে প্লাবিত হচ্ছে। তৈরি হয়েছে নানা ধরনের সংকট।
ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে সোমবার পর্যন্ত পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। যদিও দূর্গত পরিবারগুলো মধ্যে এই চাল বিতরণ শুরু করা সম্ভব হয়নি।

উপজেলা ত্রাণ অফিস থেকে জানানো হয়েছে, উপজেলা বিভিন্ন ইউনিয়নে ছয় হাজার ঘর ধ্বসে পড়েছে। গৃহহীন এসব পরিবারগুলোর অবস্থান সাগর মোহনার চরমানিকা, ঢালচর, কুকরী এবং মুজিবনগর ইউনিয়নে। এসব এলাকার ২২০৭টি পুকুর ও ৮৮৬টি মাছের ঘের ভেসে গেছে। ভেসে গেছে ৫০ কি. মি. কাঁচা-পাকা রাস্তা। সাগর মোহনার এই তিনটি ইউনিয়নের পাশাপাশি মূল ভূখণ্ডের চরমানিকা, নজরুল নগর, আছলামপুর চরকলমী ইউনিয়নের (বেড়িবাঁধের বাইরের) ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ এখনো জোয়ারের পানিতে দিবা-রাত্রি প্লাবিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানানো হয়েছে, রেমালের তাণ্ডবে চরফ্যাশনের তিনটি পয়েন্টে ১২০০ কি. মি. বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে হাজারীগঞ্জ ইউনিয়নের খেজুর গাছিয়ায় ৫০০ কি. মি. বেড়িবাঁধ রয়েছে। এছাড়া চরফ্যাশনের নজরুল নগর ও নীলকমল ইউনিয়নে ৭০০ মিটার বাঁধ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেমালের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানির টানে চরফ্যাশনের বেতুয়া পাড়ের প্রশান্তি পার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

-এসএফ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,