For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

Published : Tuesday, 28 May, 2024 at 1:25 PM Count : 219

আগামী ১৭ জুন পবিত্র ঈদ-উল-আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ০২ জুন থেকে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রেল ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের উপলক্ষে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ০২ জুন; ১৩ জুনের আসন বিক্রি হবে ০৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হবে ০৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি হবে ০৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি হবে ০৬ জুন।

মন্ত্রী বলেন, গতবারের ঈদযাত্রা সবার সহযোগিতায় ভালো ভাবে সম্পন্ন করেছিলাম। এবারও স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা নিশ্চিত করতে কয়েক দফা মিটিং করেছি। ঈদযাত্রা শেষ হওয়া পর্যন্ত আমাদের সবার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

জিল্লুল হাকিম বলেন, টিকিট কালোবাজারি আমরা সফল ভাবে নিয়ন্ত্রণ করেছি। একেবারে যে গেছে সেটি বলবো না। এখনও কিছু আছে। আমরা চেষ্টা করছি। স্পেশালসহ ৩৬৬টি ট্রেন চলাচলের ব্যবস্থা করেছি।
রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন ২টায় বিক্রি করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপসচিব মো. তৌফিক ইমাম (সচিবের একান্ত সচিব), বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. আরিফুজ্জামান, (রোলিং স্টক) পার্থ সরকার, (অপারেশন) এ এম সালাহ উদ্দীন প্রমুখ।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,