For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ভালুকায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত

Published : Monday, 20 May, 2024 at 5:28 PM Count : 176

ময়মনসিংহেভালুকায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপচেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে ও  ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম (প্রত্যাশা-২) প্রকল্পের কো-অর্ডিনেটর মো. নাসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম (প্রত্যাশা-২) প্রকল্পের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলম, ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাদিহা ফেরদৌসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসিম কুমার প্রমুখ। 

অনুষ্ঠিত কর্মশালায় জানানো হয় যে, এক কোটিরও বেশি বাংলাদেশি কাজ করেন প্রবাসে। প্রতিদিন নতুন করে হাজারো মানুষ যেমন বিদেশে কাজ করতে যাচ্ছেন, তেমনি অনেকেই স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে ফেরতও আসছেন। এ সকল বিদেশ-ফেরত মানুষদের পাশে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে প্রত্যাশা-২ প্রকল্প। এর আওতায় দেশের ১৫টি জেলায় মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার (এমআরএসসি) প্রতিষ্ঠা করা হয়েছে, যেখান থেকে সেবা পাবেন বিদেশ ফেরৎ ব্যক্তিরা।

এএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,