For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

নালিতাবাড়ীতে আভ্যন্তরীণ ধান চাল সংগ্রহের উদ্বোধন

Published : Tuesday, 14 May, 2024 at 4:49 PM Count : 132

শেরপুরের নালিতাবাড়ীতে বোরো মৌসুমের আভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ধান চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ইলিশায় রিছিল।

সুত্র জানায়, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় সরকারীভাবে ২ হাজার ৬০৯ মেট্টিকটন ধান এবং ২ হাজার ৫১৭ মেট্টিকটন চাল সংগ্রহ করা হবে। এতে প্রতিকেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা, যা মণ প্রতি ১ হাজার ২৮০ টাকা এবং প্রতিকেজি চালের মূল্য ধরা হয়েছে ৪৫ টাকা যা, মণ প্রতি ১ হাজার ৮০০ টাকা পড়বে। চলতি মাসের ৭ তারিখ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান চাল সংগ্রহ চলবে। ধান চাল সংগ্রহ কার্যক্রমের আওতায় এ্যাপস এর মাধ্যমে নিবন্ধন, আবেদন ও লটারিতে কৃষক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরবর্তী বিল প্রদানসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে।

উদ্বোধনকালে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা গোপাল চন্দ্র সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমএস/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,