For English Version
মঙ্গলবার ২১ মে ২০২৪
হোম

বিটিআরসিতে অনুষ্ঠিত হলো গ্রাহকস্বার্থে সহজীকৃত ডিজিটাল সেবার প্রদর্শনী

Published : Monday, 29 April, 2024 at 9:16 PM Count : 337

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক কমিশনের উদ্ভাবিত ডিজিটাল সেবাসমূহের শোকেসিং এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি কার্যালয় প্রাঙ্গণে উক্ত প্রদর্শনীর উদ্ধোধন করেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌ: মো: মহিউদ্দিন আহমেদ। 

উদ্বোধন পরবর্তীতে কমিশনের সাথে নিয়ে তিনি উদ্ভবনী প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং উদ্ভাবন কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে তাদের গ্রাহকবান্ধব উদ্ভাবনের বিষয়ে কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির বাংলাদেশ গঠন ও ৪র্থ শিল্প বিপ্লবের সফলতা পেতে দেশের সকল খাতে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর পাশাপাশি নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তির সংমিশ্রণে উন্নত দেশের সাথে সমান তালে এগিয়ে যেতে হবে। বিটিআরসির প্রতিটি উদ্ভাবনই একাধারে আমাদের সেবাদান পদ্ধতিকে যেমন সহজ করেছে তেমনি জনসাধারণ এবং কমিশনের সেবা গ্রহীতাদের জন্য সুফল বয়ে এনেছে  উল্লেখ করে তিনি বলেন, ইনোভেশনই হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কমিশনের অভ্যন্তরে উদ্ভাবনী প্রতিযোগিতার মাধ্যমে বিটিআরসি স্মার্ট বাংলাদেশের ‘ড্রাইভিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে বলেও মন্তব্য করেন তিনি। 
পরবর্তীতে কমিশনের ভাইস-চেয়ারম্যান জনাব মো: আমিনুল হক এর নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট জুরিবোর্ডের মাধ্যমে ৭টি ডিজিটাল সেবার মধ্যে শ্রেষ্ঠ উদ্ভাবনী নির্বাচিত হয়। সমাপনীতে কমিশনের চেয়ারম্যান শ্রেষ্ঠ  উদ্ভাবন সংশ্লিষ্ট বিভাগকে ক্রেস্ট এবং সকল অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন।

প্রদর্শনী অনুষ্ঠানে কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার শেখ রিয়াজ আহমেদ, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, কমিশনার মোঃ দেলোয়ার হোসাইন, প্রসাশন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডুসহ বিটিআরসির উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft