For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

রুয়েটে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার শুরু

Published : Friday, 26 April, 2024 at 8:53 PM Count : 702


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দু’দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার শুরু হয়েছে। গতকাল শুক্রবার রুয়েট ক্যারিয়ার ফোরাম আয়োজিত এ জব ফেয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধন শেষে উপাচার্য রুয়েটের সার্বিক দিক নিয়ে কথা বলেন এবং স্টলগুলো ঘুরে দেখেন। এসময় তিনি ক্যারিয়ার ফেয়ার মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্তিতে দারুণভাবে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফেয়ারের প্রথম দিনের আয়োজনে ছিল উদ্বোধনী অনুষ্ঠান ও স্টল ভিজিট, পোস্টার জাজমেন্ট, ট্রেজার হান্ট, সিভি সেশন, এইচআর সামিট (পার্ট-১) এবং কারিগরি চাকরির সেমিনার।
দ্বিতীয় দিন থাকছে সেমিনার এবং হুয়াওয়ের পরীক্ষা, এইচআর সামিটের (পার্ট-২), বিসিএস সেমিনার এবং সবশেষে পুরস্কার বিতরণী।

এবিষয়ে রুয়েট ক্যারিয়ার ফোরামের সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের ক্যারিয়ার ফোরাম নতুন গ্রাজুয়েটদের জন্য এই ফেয়ারের আয়োজন করে। রুয়েটে একমাত্র ক্যারিয়ার ফোরামই ক্লাব হিসেবে এই কাজ করে থাকে। তবে এই ফেয়ারকে শুধু জব রিলেটেড বলা যাবে না। আমাদের এই আয়োজনে গেমস, সেমিনার, এইচআর সামিটসহ বিভিন্ন সেগমেন্টও থাকছে।

ক্যারিয়ার ফেয়ারে ঘুরতে আসা ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দ্বীপ কুমার পাল বলেন, আমরা ক্যাম্পাসে আসার পরপরই এরকম একটি আয়োজন দেখে সত্যিই অনেক খুশি হয়েছি। পরবর্তী সময়ে নিজের ক্যারিয়ার গঠনের জন্য আমাদের কি কি করা দরকার বা কোম্পানিগুলো কি ধরনের যোগ্যতা চায় তা আমরা এই ফেয়ারের মাধ্যমে জানতে পারছি। সবমিলিয়ে আমরা আনন্দিত এই আয়োজনে।

দু’দিনব্যাপী এ জব ফেয়ারে নাভানা, বেভি কমার্স, ইকোলজিএক্স, এমজিআই, বিএসআরএম, স্টার সিরামিক, আরএইচ কর্পোরেশন, রেনাটা, আরএফএল, প্রাণ, আর্থ মুভিং, ওয়ালটন এই প্রতিষ্ঠানগুলোর স্টল রয়েছে। ক্যারিয়ার ফেয়ারের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দ্যা ডেইলি অবজারভার।

অারএইচ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,