For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

জয়পুরহাটে ঈদুল ফিতর উদযাপন

Published : Thursday, 11 April, 2024 at 4:15 PM Count : 90

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের জামাত বৃহস্পতিবার জয়পুরহাট ঈদগাহে অনুষ্ঠিত হয়। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জয়পুরহাটের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে  ঈদের নামাজ আদায় করেন ধর্ম প্রাণ মুসল্লিরা। ভোর রাত থেকে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে জয়পুরহাটে।  

কেন্দ্রীয় ঈদগাহে ও কালেক্টরেট চত্বরে নবনির্মিত মডেল মসজিদে সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহে নামাজে ঈমামতি করেন সিদ্দিকিয়া মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল মতিন। এখানে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীসহ জেলার বিশিষ্টজন ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করেন। 

জয়পুরহাট চিনিকল জামে মসজিদে বরাবরের মতো সকাল ৭টা ও ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। 

এছাড়া, জয়পুরহাট সরকারি কলেজ মাঠ, কাশিয়াবাড়ী ঈদগাহে, তালীমূল ইসলাম একাডেমী স্কুল এন্ড কলেজ মাঠে, পুলিশ লাইনস মাঠে, খনজনপুর খানকা শরীফ মসজিদ মাঠে, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় আহলে হাদিস মসজিদ মাঠে, তেঁতুলতলী, হাতিল বুলুপাড়া ও করিমনগর লালবাজার ঈদগাহসহ জেলার পাঁচ উপজেলাতে মোট ৩১৭টি মসজিদ ও ঈদগাহে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উৎসব উদযাপনের জন্য স্থানীয় জেলা প্রশাসন বেশ কিছু নির্দেশনা প্রদান করে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন, স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত আয়োজন, পটকা ও আতশবাজি বন্ধ, সরকারি শিশু পরিবার, এতিমখানা, জেলখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করার ব্যবস্থা করা হয়। 

এছাড়াও, জেলা পুলিশের পক্ষ থেকে ঈদের দিন ও পরবর্তী সময়ে তরুণদের বেপরোয়া ভাবে মোটরসাইকেল চলাচল রোধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলায় সুষ্ঠু ভাবে ঈদুল ফিতর উদযাপনের জন্য আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে পুলিশের পাশাপাশি সাদা পোষাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারীর ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। 

র‌্যাব সদস্যদের পক্ষ থেকেও শহরের গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে সার্বক্ষণিক আইন-শৃংখলা তদারকি করা হয়। জেলার পাঁচ উপজেলাতেও  প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় প্রশাসনের তত্বাবধানে। ঈদ জামাতকে কেন্দ্র করে জয়পুরহাটে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,