For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

খরতাপে পুড়ছে রাজশাহী, গরমে অতিষ্ঠ মানুষ-প্রাণীকুল

Published : Thursday, 4 April, 2024 at 8:32 PM Count : 151



চৈত্রের খরতাপে পুড়ছে রাজশাহী অঞ্চল। টানা চারদিন ধরে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এতে করে গরমে অতিষ্ঠ মানুষ ও প্রাণীকুল। খেটে খাওয়া মানুষগুলোকে তীব্র রোদে কাজ করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে। এই গরমে রোজাদারদের চরম কষ্ট হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, গত সোমবার (১ এপ্রিল) থেকে টানা চারদিন ধরে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি তাপমাত্রা থাকছে। বৃহস্পতিবার দুপুর একটায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি। এ সময় বাতাসের আদ্রতা মাত্র ২৭ থেকে ২৮ শতাংশ। এ কারণে বাতাসে জলীয় বাষ্প কমে যাওয়ায় তাপদাহ বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিস আরও জানায়, ৩১ মার্চ এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। এরপর আকাশ মেঘমুক্ত হওয়ায় সূর্যর তাপ দ্রুত ভূ-পৃষ্ঠে চলে আসছে। এতে দ্রুত উত্তাপ ছড়িয়ে পড়ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। তবে রাজশাহীতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নাই। আগামী ৫ দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। সেজন্য রাজশাহীতেও বৃষ্টি হতে পারে।

রাজশাহীর রিকশাচালক কামাল উদ্দিন বলেন, চরম গরম। রোদের খুব তাপ। রোজা থেকে রিকশা চালাতে পারছি না। তারপরও চালাতে হচ্ছে। না চালিয়ে কি করবো? পেট তো সরকার চালাবে না।

আরেক চালক জাহাঙ্গীর আলম বলেন, অতিরিক্ত বেশি গরম। কাজ না করে খাব কি? একদিন কাজ না করলে আমাদের খাবার জোটে না। তাই কাজ করছি।

আশরাফুল ইসলাম নামের এক দিনমজুর বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত টানা রোদ। এরমধ্যেই আমাদের রোজা থেকে কাজ করতে হয়। আমাদের মত গরিব মানুষদের প্রতি সবাই একটু নজর দেন। নইলে আমরা চলব কিভাবে? জিনিসপত্রের যে দাম, আমাদের কাজের মজুরি একটু বাড়িয়ে দিলে উপকৃত হই।

আরএইচএফ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,