For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

Published : Tuesday, 30 November, -0001 at 12:00 AM Count : 130


নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ।’ দিবসটি উপলক্ষে সরকারি, বেসরকারি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুওেলা নিজ নিজ কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।

রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা ও সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাইফুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন মহিলা সংগঠনের সভানেত্রী ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩০০ মানুষ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা ও আলোচনা সভায় অতিথিবৃন্দ নারীর ক্ষমতায়ন, সমঅধিকার ও সমসুযোগসহ জেন্ডার সমতার ভূমিকা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়াও দু’জন নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন প্রদান করা হয়।


এফএ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,