For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজস্থানি লোকনৃত্যে দর্শক মুগ্ধ

Published : Sunday, 3 March, 2024 at 1:58 PM Count : 1356

মৌলভীবাজারেশ্রীমঙ্গলে ‘নৃত্যালয়’ এর ১৬ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন (শনিবার) মঞ্চে ‘মাথায় আগুন’ রাজস্থানি লোকনৃত্য প্রদর্শন করে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন কলকাতার নৃত্যশিল্পী সুমন মন্ডল।

এছাড়াও, ভারত ও নেপাল থেকে আগত বিশিষ্ট নৃত্যশিল্পীরা তাদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

শনিবার রাতে শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আন্তর্জাতিক নৃত্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। 

এর আগে শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তর্জাতিক এ নৃত্য উৎসবে বাংলাদেশ, ভারত ও নেপালের ৫০টি নৃত্যের দল অংশ নেয়। শনিবার রাতে নৃত্য উৎসব শেষ হয়। 
অনুষ্ঠানে দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এক কথায় কানায় কানায় পূর্ণ ছিলো গ্যালারী। দর্শকরা বেশ উপভোগ করছিলেন পুরো অনুষ্ঠান। দুই দেশের শিল্পীদের এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে কলকাতার বিশিষ্ট নৃত্যশিল্পী সুমন মন্ডলের রাজস্থানি লোকনৃত্য ঘুমর মাথায় আগুন নিয়ে ও ময়ূরের নৃত্য মঞ্চে এক অন্য আবহ সৃষ্টি করে। সাথে ছিলেন সুরনিলয় সঙ্গীতায়তনের কর্ণধার দেবস্মিতা ব্যানার্জী। তাছাড়া কলকাতার বিশিষ্ট নৃত্যশিল্পী বিট্টু মন্ডলের পরিবেশনা ছিলো চমৎকার। 

অন্যদিকে, শ্রীমঙ্গল নৃত্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরাও বাদ যাননি। সকল অভিভাবকদের সমন্বয়ে এক বিশাল নাচ পরিবেশন করা হয়। 

এদিকে, মৌলভীবাজারের ‘নটরাজ’ নৃত্য সংগঠনের শিল্পীদের পরিবেশনা বেশ সুন্দর ছিলো। দর্শকরা বেশ উপভোগ করছিলেন। অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গলের বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।

নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক বন্দনা দাস ডেইলি অবজারভারকে বলেন, ‘দ্বীপ দত্ত আকাশ দাদার পরিচালনায় বাংলাদে্‌ ভারত এবং নেপালসহ প্রায় ৫০টি নৃত্য দলের সঙ্গে আমার ছোট্ট একটি দল ‘নটরাজ’ এর কাজ করার সৌভাগ্য হয়েছে। নিঃসন্দেহে প্রত্যেকটা নৃত্যশিল্পীর জন্য এ ধরনের একটা মঞ্চ স্বপ্নের মতো। আমরা যারা নাচ ভালোবাসি, নাচ করতে ভালোবাসি, শিখাতে ভালোবাসি তাদের জন্য সত্যিই এটি বছরের অন্যতম একটি উৎসব। এ উৎসব আমাদের প্রাণের উৎসব। আমাদের নৃত্য জগতের প্রতিটি নক্ষত্রের সঙ্গে দেখা হওয়ার মতন এতো সুবর্ণ সময় আর দ্বিতীয়টি নেই। এই উৎসব বারংবার হোক। আমরা সকলে মেতে উঠি আমাদের প্রাণের মেলায়। নৃত্যের জয় হোক।’

শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ ডেইলি অবজারভারকে বলেন, ‘এ রকম ইন্টারন্যাশনাল অনুষ্ঠান আয়োজন করা খুব কঠিন। তবুও চায়ের দেশে এ রকম কিছু করার সাহস করি দর্শকদের ভালোবাসার কারণে। পাশে সবসময় শ্রীমঙ্গলের অভিভাবকরা থাকেন। বাংলাদেশের বিভিন্ন জেলাসহ ভারতের এতগুলো দল নৃত্য পরিবেশন করেছে, সত্যি তা অপূর্ব পরিবেশনা ছিল। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমার সঙ্গে সর্বক্ষণ পরিশ্রম করেছেন নাজমুল হাসান নৃত্যালয়ের প্রশিক্ষক এবং বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই শ্রীমঙ্গল নৃত্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি।’

নৃত্যালয় পরিচালক দ্বীপ দত্ত আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, নৃত্যশিল্পী ও নৃত্যগবেষক লুবনা মরিয়ম, কলকাতার কথক নৃত্য গুরু তাপস দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না, নৃত্যশিল্পী নিলুফার ওয়াহিদ পাপড়ি, নৃত্যশিল্পী সোহেল রহমান, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মেহেবুবা মেহেরুন চাদঁনী, নৃত্যশিল্পী লাবণ্য সুলতানা প্রমুখ।

-আরএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,