For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

গবেষণাখাতে ২ কোটি টাকা অনুদান পেলেন বুয়েট শিক্ষকরা

Published : Sunday, 18 February, 2024 at 12:21 PM Count : 132

উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন এবং শিল্পের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যে বুয়েট শিক্ষকদের দুই কোটি টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। 

শনিবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইসিই ভবনের সেমিনার কক্ষে বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্তৃক আয়োজিত 'অভ্যন্তরীণ গবেষণা অনুদান (কল আইডি: ২০২৩-০২) প্রদান এবং গবেষণা প্রদর্শনী' শীর্ষক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়। 

এছাড়া, অনুষ্ঠানে বাইরে থেকে সবোর্চ্চ অনুদান আনার জন্য ২০২১-২২ অর্থবছরে (বিভাগ/ইনস্টিটিউট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (২০২ দশমিক ৯৫ লক্ষ টাকা) ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ (৪৬ দশমিক ৩৩ লক্ষ টাকা), (ফ্যাকাল্টিজ) অধ্যাপক ড. মো. এহসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১৯৮ দশমিক ৫৬ লক্ষ টাকা) ও RISE এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার (৪২ দশমিক ৪৬ লক্ষ টাকা) এবং ২০২২-২৩ অর্থবছরে (বিভাগ/ইনস্টিটিউট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট (IWFM), (২২০ দশমিক ৯৫ লক্ষ টাকা) ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (৬৭ দশমিক ৩৬ লক্ষ টাকা), (ফ্যাকাল্টিজ) অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম (IWFM), (১৬৭ দশমিক ৫৩ লক্ষ টাকা) ও অধ্যাপক ড. মুশফিকুস সালেহীনকে (IWFM), (৪৫ দশমিক ৪২ লক্ষ টাকা) ক্রেস্ট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ, এনডিসি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য অধ্যাপক ড. হাসিনা খান। 

এছাড়া, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার।

বুয়েটের ডিনবৃন্দ, বিভিন্ন পরিদপ্তরের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রী ও বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,