For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

নওগাঁ- ২ আসনে নৌকার বিশাল জয়

Published : Monday, 12 February, 2024 at 10:08 PM Count : 720

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ- ২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী মো: শহীদুজ্জামান সরকার। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারি ফলাফল সূত্রে জানা গেছে, মো: শহীদুজ্জামান সরকার নৌকা প্রতীকে ১লক্ষ ৫৮ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ, এম আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট। সেই হিসেবে ৮৪ হাজার ৫৬০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে নৌকা। এছাড়া আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট মোঃ তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৪২৬।

এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা একমাত্র আসনটিতে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপর শুরু হয় ভোট গণনার কাজ। রাত ৮ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশ করা হয় বেসরকারি ফলাফলের কপি।

এই সংসদীয় আসনে ১৯টি ইউনিয়ন পরিষদ এবং দুইটি পৌরসভার সমন্বয়ে গঠিত। যার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৩২ জন। আসনটিতে ভোটকেন্দ্র রয়েছে ১২৪টি। নির্বাচনে ৭১ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৪০২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ৮০৪ জন। 
এ আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে দুইজন দলীয় এবং বাকি দুই জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

প্রসঙ্গত, আমিনুল হক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। গত ২৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হওয়ায় আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

আরআর/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,