For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগে আটক ২

Published : Saturday, 10 February, 2024 at 6:10 PM Count : 992


রাজবাড়ীর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া কথা বলে নগদ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাজবাড়ী ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর এলাকার শফিকুল ইসলাম ও নওগাঁ জেলার পোরশা থানার লক্ষ্মীপুর এলাকার আবু তাহের ওরফে ফয়সাল।

এসময় তাদের কাছ থেকে ৫৩টি সিভি, ১৩টি ভুয়া নিয়োগপত্র, পাঁচটি আইডি কার্ড, সাত পাতা ব্যাংকের চেক, নয়টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, পাঁচটি চেক বই, তিনটি এটিএম কার্ড, নিয়োগের বিজ্ঞাপন, হিসেব লেখা ডায়েরিসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়।
শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। 

তিনি বলেন, শিগগিরই পুলিশের একটি নিয়োগ কার্যক্রম হবে। যে কারণে প্রতারক চক্র সক্রিয় হয়েছে। গোপন খবরে দুই জনকে আটক করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রক্রিয়া চলছে। 

পুলিশ সুপার জানান, তারা শুধু পুলিশে নয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলো। জিজ্ঞাসাবাদে তারা ৩০ লাখ টাকার ওপরে হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। 

সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়রুজ্জামান, গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,