For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

লক্ষ্মীপুরে তিনটিতে নৌকা একটিতে ঈগল

Published : Monday, 8 January, 2024 at 12:48 PM Count : 150


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনের  তিনটিতে নৌকা ও একটিতে ঈগলের জয়ী হয়েছে। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুরের চারটি আসনের নির্বাচনী চূড়ান্ত ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন- জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সুরাইয়া জাহান।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুরের ৪টি আসনের ৪৭৭ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খান ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম স্বতন্ত্র (ঈগল) হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১'শ ৫৬।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ) আসনে নৌকার প্রার্থী নূরউদ্দিন চৌধুরী নয়ন ১ লাখ ৩০ হাজার ২'শ ১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচাত হয়েছে। তার নিকটতম (ঈগল) প্রতীকের (স্বতন্ত্র) সেলিনা ইসলাম পেয়েছেন ৯ হাজার ২৮। এ আসনে ২৯% ভোট কাষ্ট হয়।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীক নিয়ে গোলাম ফারুক পিংকু  পেয়েছেন ৫২ হাজার ২'শ ৯৩ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী (ট্রাক) স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এম.এ সাত্তার পেয়েছেন ৩৫ হাজার ৬'শ ২৮।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন পেয়েছেন ৪৬ হাজার ৩'শ ৭২ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জোটের (নৌকা) প্রতীকের মোশাররফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৮'শ ১০।


এমএম/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,