For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

মাদারীপুরে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪

Published : Sunday, 7 January, 2024 at 6:24 PM Count : 115

মাদারীপুর জেলার ৩টি সংসদীয় আসনের মাদারীপুর-১ ও ২ আসনে নৌকার প্রার্থীদের কোন শক্তিশালী প্রতিদ্বন্দ্বি না থাকায় এই দুই আসনে কোন সহিংসতার ঘটনা ঘটেনি। তবে ভোটারদের উপস্থিতি তেমন সন্তোষজনক ছিল না।

অপরদিকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মাদারীপুর-৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। মাদারীপুর-৩ আসনের সদর উপজেলার ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র দখল নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৪ জন। 

রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মাঝে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় বীর মুক্তিযোদ্ধা সোহরাব সরদারের বাড়ি ভাংচুর করা হয়।

পুলিশ ও স্থানীয়ারা জানান, মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক আকবর মাতুব্বর প্রথমে ভোট প্রদানে বাঁধার সৃষ্টি করেন। তাৎক্ষনিক এর প্রতিবাদ করেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের তাহমিনা বেগমের সমর্থক আফজাল মুন্সী। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের সামনে জড়ো হয়। পরে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়াার ঘটনা ঘটে। এ সময় ভোটকেন্দ্র দখল নেওয়ার চেষ্টা করে তারা।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনবাহিনী, বিজিবি, র‌্যাব ও অন্যান্য আইনশঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এদিকে কালকিনিতে বেলা সাড়ে ১১টা থেকে ৬৮ নম্বর দক্ষিণ রমজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যালট পেপারে নৌকায় প্রকাশ্যে সিল দিয়ে বাক্স ভরার অভিযোগ ওঠায় একটি কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলমগীর মৃধা ইউএনও কে জানালে উত্তম কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রায় ১ ঘন্টা ভোট গ্রহন বন্ধ রাখার পর পুনরায় ভোট শুরু করে।

দক্ষিণ রমজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও স্থানীয় সূত্র জানায়, সোয়া ১১টার দিকে এ কেন্দ্রে আসেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ। এসময় গোলাপের সঙ্গে ২০ থেকে ২৫ জন কর্মী-সমর্থক ছিলেন। তিনি কেন্দ্রে আসার পরই স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। পরে প্রকাশ্যে নৌকার পোলিং এজেন্ট দুলাল বেপারি ব্যালট পেপারে নৌকায় সিল দিতে শুরু করেন। এরপরই কেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। 

পরে কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম অভিযোগ করে বলেন, আমার এজেন্ট বের করে দিয়ে নৌকায় প্রকাশ্যে সিল দেওয়া হচ্ছে। ভোটের পরিবেশ নষ্ট করেছে গোলাপ।

এ সম্পর্কে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলমগীর মৃধা বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ৬১৯। সকাল ১০টা পর্যন্ত ২০০ ভোট কাস্টিং হয়েছে। এমপি সাহেব (আবদুস সোবহান গোলাপ) কেন্দ্রে আসার পরই ঝামেলা শুরু হইছে। এক সাবেক মেম্বার নৌকার পোলিং এজেন্ট দুলাল বেপারিকে এমপি সাহেব ফোন করার পরই ঝামেলা সৃষ্টি হলো। পরে দুলালকে বাঁধা দিতে গেলে আমাকে ভোট বন্ধ করে দেওয়ার হুমকি দেন। পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) গায়েও হাত দেন তিনি।

মাদারীপুর-০৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম, জাতীয় পার্টি মো. আব্দুল খালেক, তৃনমূল বিএনপির প্রবীন হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করেন।

কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং মাদারীপুর সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৯৩ ও নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬০ জন। এছাড়া হিজড়া ভোটারের সংখ্যা ৩ জন।

এএইচএস/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,