For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

দিনাজপুরে শীত ও কুয়াশা উপক্ষো করে ভোট কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইন

Published : Sunday, 7 January, 2024 at 12:04 PM Count : 138


প্রচন্ড শীত ও কুয়াশা উপেক্ষা দিনাজপুরে কেন্দ্র গুলোতে সকাল সকাল ভোটাররা আসতে শুরু করেছে। উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

রোবিবার দিনাজপুর শহরের বিভিন্ন কেন্দ্রে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। শ্রমজীবী ও অসুস্থ্য মানুষেরা সকাল সকাল ভোট প্রদান করছেন। 

এছাড়াও প্রায় প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ও দীর্ঘ লাইন দেখা গেছে। 
দিনাজপুর শহরের উপশহর তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ও উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় একই ক্যাস্পাসে অবস্থিত। এই কেন্দ্রে প্রচন্ড শীত ও কুয়াশার মধ্যে ভোটারদেরকে লাইন ধরে ভোট দিতে দেখা গেছে।

এই কেন্দ্রে  অসুস্থ্য অবস্থায় ভোট দিতে এসেছিলেন সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান (৭৫)। তিনি বলেন, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট প্রদান করলাম। 

প্যারালাইসিসে আক্রান্ত দবিরুল ইসলাম (৫৫)  নামে একজন ভোটার বলেন, ভোট নষ্ট না করে শীতের সকালে সুন্দর পরিবেশে ভোট প্রদান করলাম। 

তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  ভোটের ডিউটিতে ঢাকা থেকে এসেছেন এসআই নাজমুল ইসলাম। সকাল সাড়ে ৮ টার সময় দেখা যায় তিনি একজন অসুস্থ্য ভোটারকে হাত ধরে কেন্দ্রে এগিয়ে দিচ্ছেন। 

একই অবকস্থা দেখা যায়, শহরের বালুবাড়ী কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্র, ঈদগাও বালিকা বিদ্যালয় কেন্দ্রে, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাররা ভোট দিরেচ্ছন। কেন্দ্রে গুলোর বাইরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। 

পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ বলেনভোটাররা ডাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য প্রয়োজনীয় সব ধরণের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সারাদিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটাররা যাতে কেন্দ্রে এসে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন, সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।  এরমধ্যে নির্বাহী ও জুডিশিয়াল মিলে ৪৯ জন ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তারা ইতমধ্যে মাঠে রয়েছেন সুষ্ঠ ও  সুন্দর ভাবে ভোট পরিচালনার জন্য। এরই মধ্যে সেনাবাহিনীর সাতটিমের বিপুল সংখ্যক সেনা সদস্য ও ৩৩ প্লাটুন বিজিবি, ১৫টি টহল গাড়ীতে ১০৫ জন র‌্যাব সদস্য ও  ৯ হাজার ৯৬০ জন আনসার সদস্য ভোট কেন্দ্রে এবং ষ্টাইকিং ফোর্স হিসেবে ১৬টি টিমে ১৩৬ জন আনসার সদস্য এবং ২ হাজার পুলিশ সদস্য মাঠে রয়েছেন বলে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব ও আসনার ভিডিপির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দিনাজপুর জেলার রিটানিং অফিসার ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ছয়টি আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আর পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে ২৫ লাখ ৯হাজার ৩৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১২ লাখ ৫৬ হাজার ৭৩৬ জন পুরুষ ও ১২ লাখ ৫২ হাজার ৬৩৫ জন নারী ।

এমএইচ/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,