For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

দুই ঘণ্টায় ৫ ভোট কাস্ট, বাগানে সরব, শহরে ফাঁকা

Published : Sunday, 7 January, 2024 at 11:44 AM Count : 780


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ব্যালট পেপারের মাধ্যমে চলছে ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ১৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই আসনে নির্বাচনে প্রতিদন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী। 

মৌলভীবাজার-৪ আসনের শ্রীমঙ্গল উপজেলার একটি কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় মাত্র পাঁচ ভোট কাস্ট হয়েছে। দুই উপজেলায় ১৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে জাতীয় এই সংসদ নির্বাচনে বাগানে ভোটার উপস্থিতি ভালো থাকলেও শহরের কেন্দ্রগুলো ছিল একেবারেই ফাঁকা। 

সকাল ১০ টা ৫ মিনিটের দিকে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দ্য ডেইলি অবজারভারকে জানান, সকাল ৮ টা থেকে সোয়া ১০টা পর্যন্ত ২ হাজার ৫০৫ ভোটের মধ্যে দুই ঘণ্টায় ৫ ভোট কাস্ট হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
এদিকে মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল ৮ থেকে ১০ পর্যন্ত পাঁচ বা সাতটা ভোট বা কোন কেন্দ্রে ১০-১২ টা করে ভোট পড়ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিত বাড়বে বলে জানান ভোটকেন্দ্রে থাকা সংশ্লিষ্টরা।

শ্রীমঙ্গল উপজেলার কয়েকটি চা বাগানে ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি ভালো। চা শ্রমিক ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। প্রিসাইডিং কর্মকর্তা জানিয়েছেন ৭০ শতাংশের উপরে ভোট কাস্টের সম্ভাবনা রয়েছে। তবে সরজমিনে শহরের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি খুবই কম, ভোটকেন্দ্র একদম ফাঁকা ছিল।

জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে প্রতিদন্ধিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, বাংলাদেশ ঐক্যফ্রন্টের আব্দুল মুহিত হাসানী এবং ইসলামি ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের দফতর সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ জন, আসন ভিত্তিক র‌্যাবের চারটি টহল টিম, সেনাবাহিনী ৫৭৫ জন, বিজিবি ২০ প্ল্যাটুন, আনসার ব্যাটালিয়ন ৮টি টিম এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি চারজন।

এদিকে জেলা পুলিশ জানিয়েছে, ‘প্রতিটি ভোট কেন্দ্রে দুইজন করে পুলিশ সদস্য এবং ১২ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও জেলা পুলিশের মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই টিম মোতায়েন রয়েছে। এর পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আসন ভিত্তিক গোয়েন্দা নজরদারির জন্য ডিবি এবং সাদা পোশাকে পুলিশের টিম কাজ করছে।’

চা বাগান, পর্যটনসহ নানা গুরুত্বপূর্ণ খাত নির্ভর কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ সংসদীয় আসন। দুই উপজেলার দুইটি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার -৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ১০০ জন। স্থায়ী ভোটকেন্দ্র আছে ১৬০টি। মোট ভোটারের মধ্য পুরুষ ভোটার আছেন ২ লাখ ৩১ হাজার ১৪৯ জন। এবং নারী ভোটার আছেন ২ লাখ ২৭ হাজার ৯৫১ জন।



আরএ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,