For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, নির্বাচনী অফিস ও গাড়ি ভাংচুর

Published : Friday, 22 December, 2023 at 4:26 PM Count : 223


লালমনিরহাটের হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য লালমনিরহাট -১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের উপর হামলা, গাড়ী ও নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার রাত ১০টায় ওই উপজেলার গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় গণসংযোগ করতে গেলে তার উপর হামলা চালায় গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার লোকজন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর গাড়ী ও উদ্বোধন করতে যাওয়া নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটে।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খান বলেন, ওই এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ আওয়ামীলীগ, যুব ও ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী তাদের পথ রোধ করে গণসংযোগে বাঁধা দেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী ও তার সফরসঙ্গীদের উপর হামলাসহ গাড়ী ও অফিস ভাংচুর করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের গণসংযোগ বাঁধা, গাড়ী ও অফিস ভাংচুরসহ হামলার ঘটনা ঘটেছে। পরে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ প্রার্থীর ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামল। তাঁর দাবী, স্বতন্ত্র প্রার্থী গণসংযোগের নামে নৌকার বিরুদ্ধে কথা বললে স্থানীয় লোকজনের বাঁধার মুখে পড়ে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের উপস্থিতিতেই স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেয়া হয়। এখোনো কোনো অভিযোগ আমরা পাইনি। উভয় পক্ষকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে যাতে কেউ নির্বাচনী আইন না ভঙ্গ করেন।

এ ব্যাপারে নির্বাচনী অনুসন্ধান কমিটির লালমনিরহাট-১ আসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ এরশাদ আলী বলেন, আমার হাতে এখোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

এমএস/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,