For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

গাইবান্ধায় ভোটার বেড়েছে ২ লাখ ৬৬ হাজার

Published : Tuesday, 19 December, 2023 at 6:49 PM Count : 333


গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবার দ্বাদশ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনে ২ লাখ ৬৬ হাজার ৩৪ জন ভোটার বেড়েছে। এর মধ্যে অধিকাংশরাই তরুণ-তরুণী ও তৃতীয় লিঙ্গের ভোটার।

মঙ্গলবার গাইবান্ধা জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ছিলো- ১৭ লাখ ৮৬ হাজার ৬৬৪টি। এবার দ্বাদশ নির্বাচনে সেই সংখ্যা ছাড়িয়ে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২১টি।
ভোটার বৃদ্ধি হওয়া গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট ভোটার বেড়েছে ৫৩ হাজার ৮৯৮। এর মধ্যে পুরুষ ২৮ হাজার ৬৫৭, নারী ২৫ হাজার ২৪৯ ও তৃতীয় লিঙ্গের ১ জন। গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ভোটার বেড়েছে ৪৭ হাজার ৩৮৫। এর মধ্যে পুরুষ ২৪ হাজার ৩৯৩, নারী ২২ হাজার ৯৮৬ ও তৃতীয় লিঙ্গের ছয়জন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মোট ভোটার বেড়েছে ৬২ হাজার ৯৩৪। এর মধ্যে পুরুষ ৩২
হাজার ৮৪, নারী ৩০ হাজার ৯৪৩ ও তৃতীয় লিঙ্গের সাতজন। 

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোট ভোটার বেড়েছে ৫৩ হাজার ৬৭৮। এর মধ্যে পুরুষ ২৮ হাজার ২১৮, নারী ২৫ হাজার ৪৫৪ ও তৃতীয় লিঙ্গের ছয়জন ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে মোট ভোটার বেড়েছে ৪৮ হাজার ১৩৯। এর মধ্যে পুরুষ ২৬ হাজার ৪৬৯, নারী ২২ হাজার ৬৬৯ ও তৃতীয় লিঙ্গের একজন।

সরেজমিনে দেখা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফশিলের কার্যবিধি অনুযায়ী ইতোমধ্যে ওইসব আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা পোস্টার সাঁটানোসহ কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণায় ভোটের মাঠে নেমেছেন।

এবার গাইবান্ধার তিনটি আসনে নৌকার প্রার্থীদের ঠেকাতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছে বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, জেলার পাঁচটি আসনে সাতটি উপজেলার ৮১ টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় ৬৪৬ টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। 

২০২৪ সালের ৭ জানুয়ারি ওইসব কেন্দ্রে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল জানান, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্ততি নিচ্ছেন।

টিএইচ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,