For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ঘন কুয়াশায় ভোলা-ঢাকা নৌরুটে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ১

Published : Tuesday, 12 December, 2023 at 11:27 AM Count : 193



ঘন কুয়াশায় ভোলা-ঢাকা নৌরুটে মেঘনার নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। 

সোমবার রাত ১টার দিকে চাঁদপুর সংলগ্ন মিয়ার চর এলাকার মেঘনা নদীতে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সোহেল। সে ভোলার চরফ্যাসন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ওসমান আলী ফরাজী বাড়ির মোঃ সেলিম ফরাজীর ছেলে।
সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রী মোস্তফা আহাম্মেদ শাহীন ও রাজিব হাসান লিপু জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে রাত ১০টায় সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর নামক স্থানে আসার পর ঘন কুয়াশায় কারণে ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে অপর একটি যাত্রীবাহী লঞ্চের সাথে সুরভী-৮ এর সঙ্গে ধাক্কা লাগে এতে সুরভী-৮ লঞ্চের ডান অংশ ভেঙে যায়। এ ঘটনায় লঞ্চের অন্তত ১০ যাত্রী আহত হন। পরে আহতদের মধ্যে সোহেল নামে এক যাত্রীর মৃত্যু হয়।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক টিপু লঞ্চ কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, সুরভী-৮ লঞ্চ কর্তৃপক্ষের সাথে তাদের একটি সমঝোতা হয়েছে।

এএম/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,