For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

৭ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

Published : Saturday, 25 November, 2023 at 11:09 PM Count : 152



দেশের সাত জেলায় শনিবার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৭ জন। এর মধ্যে রাজশাহীতে ট্রাক চাপায় পাঁচজন, চট্টগ্রামে লরি চাপায় তিন শ্রমিক, সাতক্ষীরায় ট্রাক চাপায় ভারতীয় দম্পতি, মুন্সিগঞ্জে নানি ও নাতি, কিশোরগঞ্জ সড়কের হোসেনপুর দুইজন, গাজীপুরে পুলিশ কনস্টেবল এবং ফেনীতে দুজন।

রাজশাহীতে পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্ট এলাকায় ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৫জন। এদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুর এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা হয়। নিহতরা ছিলেন সিএনজি অটোরিকশার যাত্রী ও চালক। পুলিশ জানায় টিসিবির পণ্যবাহী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের দোকানে ঢুকে যায়।
এদিন সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের ওয়ারলেস এলাকায় নিয়ন্ত্রণ হারায় একটি লরি। চাপা দেয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারজনকে। এতে ঘটনাস্থলেই মারা যান শফিক, আলম ও মাসুক নামের তিন শ্রমিক। লরির চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, শনিবার সকালে খুলনা থেকে প্রাইভেটকারে সাতক্ষীরা আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাক চাপা দেয় প্রাইভেটকারকে। এতে ঘটনাস্থলেই মারা যান ভারতীয় দম্পতি অসীম কুমার ও ছবি বিশ্বাস। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। আহত হন প্রাইভেটকার চালক সজীব।

অন্যদিকে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শনিবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বানুপালের ছেলে বাবু পাল (৬৫) ও ঈশ্বরগঞ্জ উপজেলার হোসেনপুর এলাকার লোকমান হোসেনের মেয়ে জান্নাতুল (১১)।

এছাড়া, শুক্রবার দিবাগত রাত পৌনে চারটায় গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় পুলিশের টহল পিকআপ ভ্যান উল্টে যায়। এতে কনস্টেবল বিতান বড়ুয়া নিহত হন। আহত হন এসআই মোছাব্বির ও কন্সটেবল আক্কাস উদ্দিন।

ফেনী প্রতিনিধি জানান, জেলা শহরের ফুলগাজীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নিহত হয়েছেন নানি ও নাতি । শনিবার বিকালে এ দুর্ঘটনা হয়।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,