হিজড়া সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য চাকরি মেলা
Published : Wednesday, 22 November, 2023 at 10:06 PM Count : 227
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের মূলধারায় ফিরিয়ে আনা ও তাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
‘দিনের আলো হিজড়া সংঘ’র আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর শাহ্ ডাইন কনভেনসন সেন্টারে এর আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোহনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইমি এন্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলা, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শরীফ সুমন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আমাদের সমাজে কাউকে পেছনে ফেলে বা অবহেলা করে উন্নতি করা সম্ভব নয়। প্রত্যেক মানুষের প্রতিভা আছে তারাও ভালো কাজ করতে পারে। কিন্তু আমাদের মানসিক বোধের জায়গা থেকে তৃতীয় লিংঙ্গ বা হিজড়া আমরা বলি তাদেরকে পরিবার থেকে শুরু করে সমাজে অবহেলিত হতে হয়।
তিনি বলেন, বর্তমান সরকার সকলকে নিয়ে এগিয়ে নিতে নানা কাজ করছেন। ইতোমধ্যে সরকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর গেজেট প্রকাশ করেছেন। এছাড়াও ভোটার হিসেবে তাদের স্বীকৃতি দিয়েছেন। সরকারের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ দিয়ে নানা কাজে লাগানো হচ্ছে। তারাও আর চাঁদাবাজি বা অন্য কিছু করে বাঁচতে চায়না।
হিজড়া সম্প্রদায়ের লোকজনকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, আমরা সরকারি বা বেসরকারি ভাবে তাদেরকে বিভিন্ন সেক্টরে কাজে লাগানোর চেষ্টা করবো। বিভিন্ন প্রকল্প দিয়েও তাদের আত্মকর্মসংস্থানের জন্য সুযোগ করে দিতে পারি।
পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করে আগত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য কি ধরনের চাকরির ব্যবস্থা রাখা হয়েছে তার খোঁজখবর নেন।
চাকরি মেলায় ১০ বেসরকারি প্রতিষ্ঠান স্টল দিয়ে হিজড়া সম্প্রাদায়ের আগ্রহী চাকরি প্রার্থীদের সিভি জমা নিয়েছেন। সেখান থেকে বাছাই করে যোগ্যতা সম্পন্নদের চাকরি দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।
-এফএ/এমএ